স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদিকে (Shahid Afridi)জরিমানা করেছে পুলিশ। পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি লাহোর থেকে করাচি যাওয়ার পথে হাইওয়েতে গতিসীমা লঙ্ঘন করায় পুলিশ তাকে দেড় হাজার রুপি জরিমানা করে।
![অতিরিক্ত গতিতে গাড়ি চালানোয় জরিমানা আফ্রিদির, তার পরেও খুশি পাক তারকা](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2022/06/image-567411-1656416661-transformed-scaled.jpeg?resize=788%2C444&ssl=1)
ক্রিক ট্র্যাকারের প্রতিবেদনে বলা হয়, ৪২ বছর বয়সী পাকিস্তানের এই তারকা ক্রিকেটার পুলিশের জরিমানা পরিশোধ করে হাইওয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়ে সকল নাগরিকের সাথে সমান আচরণ করার পরামর্শ দেন।
হাইওয়ে পুলিশের সাথে এমন কাজের প্রশংসা করে আফ্রিদি বলেছেন, আইনের চোখে সবাই সমান। এ সময় পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডারের সাথে হাইওয়ে পুলিশ সদস্যরা ছবিও তুলেছেন।
নয়জন স্ত্রী নিয়ে একসঙ্গে সংসার, অশান্তি এড়াতে যা করেন স্বামী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।