জুমবাংলা ডেস্ক : রাজশাহীতে অতিরিক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২ জানুয়ারি) ভোরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এছাড়া ২ জন সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ধারণা করছে, অতিরিক্ত মদপানে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ওই তিন ব্যক্তি হলেন- নগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফয়সাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) এবং নগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)। শুক্রবার (১ জানুয়ারি) রাতে নগরীর হোসনীগঞ্জ এলাকায় মদপান করেন তারা। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেয়া হয়।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় তারা মদপান করেন। তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।