Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home অতিরিক্ত সচিব হচ্ছেন শতাধিক কর্মকর্তা
জাতীয়

অতিরিক্ত সচিব হচ্ছেন শতাধিক কর্মকর্তা

Tomal IslamMarch 24, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : অতিরিক্ত সচিব পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। এ দফায় বিসিএস প্রশাসন ক্যাডারে ১৮তম ব্যাচের যুগ্ম সচিবরা পদোন্নতি পেতে যাচ্ছেন। আগামী কয়েকদিনের মধ্যেই পদোন্নতির তালিকা চূড়ান্ত হবে। সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) পদোন্নতির সুপারিশ করতে একাধিক বৈঠক করেছে। তারা এবার অতিরিক্ত সচিব পদে ১৮তম ব্যাচের অন্তত ১১০ কর্মকর্তাকে বিবেচনায় নিয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ ছাড়া এই স্তরের আগের বঞ্চিত অর্ধশত কর্মকর্তার তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করছে এসএসবি।

সূত্র জানায়, প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তারা গত বছর জুনে পদোন্নতির যোগ্যতা অর্জন করেন। জনপ্রশাসনে বর্তমানে অতিরিক্ত সচিবের অনুমোদিত পদ ১৩৫ হলেও কর্মরত অন্তত ৩৫০ জন। ১৮তম ব্যাচের ৯৬ কর্মকর্তার মধ্যে ৭৩ জন বর্তমানে যুগ্ম সচিব। তবে তাদের মধ্যে তিন-চারজনের যুগ্ম সচিব পদে তিন বছর পূরণ হয়নি। আর বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের আছেন ৪০ জন। সব মিলে ১১০ জনের সঙ্গে আগের বঞ্চিত অর্ধশত যুগ্ম সচিবের বিষয়ও বিবেচনা করছে এসএসবি। অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে সর্বশেষ গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে এসএসবির সভা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, প্রশাসনের ১৮তম নিয়মিত ব্যাচ। এ ব্যাচের কর্মকর্তাদের নিয়ে কাজ করছে এসএসবি। একাধিক বৈঠক হচ্ছে। যাচাই-বাছাই শেষে যথাযথ প্রক্রিয়ায় প্রজ্ঞাপন জারি হবে। যোগ্যরাই পদোন্নতি পাবেন।

জানা গেছে, ঈদুল ফিতরের আগেই পদোন্নতি পেতে কর্মকর্তারা উৎসুক। তোড়জোড় চলছে জনপ্রশাসন মন্ত্রণালয়েও। পদোন্নতি যোগ্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবন থেকে শুরু করে শৃঙ্খলা, দুর্নীতি সংশ্লিষ্ট যাবতীয় তথ্য-উপাত্ত ছাড়াও পরিবারের সদস্যদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। কর্মজীবনের বিভিন্ন সময় নানা অনিয়মে জড়ানো কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে সরকারের মনোভাব একটু কঠিন। যাদের এসিআরে ‘সমস্যা’, তাদের পদোন্নতি আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা–২০০২ এ বলা হয়েছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের; ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারে কর্মরতদের বিবেচনায় নিতে হবে। বিধিমালা অনুযায়ী, মূল্যায়ন নম্বরের অন্তত ৮৫ পেতে হবে। যুগ্ম সচিব পদে কমপক্ষে তিন বছর চাকরিসহ ২০ বছরের অভিজ্ঞতা বা যুগ্ম সচিব পদে কমপক্ষে দুই বছরের চাকরিসহ ২২ বছরের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।

উপসচিব পদেও হবে পদোন্নতি

অতিরিক্ত সচিব পদের পরই পদোন্নতি দেওয়া হবে উপসচিব পদে। এ পদে এবার বিবেচিত হবেন প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তারা। উপসচিব হিসেবে পদোন্নতি দিতে গত ১৮ জানুয়ারি প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের যোগ্য কর্মকর্তাদের তথ্য-উপাত্ত চেয়ে সব সচিবকে চিঠি দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য-উপাত্ত দিয়েছে মন্ত্রণালয়গুলো।

সূত্র জানায়, প্রশাসনে ৪৩০ সুপারনিউমারারি পদসহ উপসচিবের অনুমোদিত পদের সংখ্যা ১ হাজার ৪২৮টি। এ পদে কর্মরত আছেন ১ হাজার ৭০৯ জন। পদের চেয়ে ২৮১ জন বেশি আছেন। এ পদে পদোন্নতিযোগ্য বিসিএস ৩০তম ব্যাচের ২৭৭ কর্মকর্তার মধ্যে ২৭১ জন পদোন্নতিযোগ্য।

এ ছাড়া বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ২০ কর্মকর্তা অন্তর্ভুক্ত হয়েছেন এ ব্যাচে। ফলে এ পদে পদোন্নতিযোগ্য কর্মকর্তা ২৯১। বিধিমালা অনুযায়ী, উপসচিব হিসেবে পদোন্নতির ক্ষেত্রে অন্যান্য ক্যাডার থেকে ২৫ শতাংশ কর্মকর্তাকে বিবেচনায় নিতে হবে। ফলে প্রশাসন ক্যাডারের বাইরেও আগের বঞ্চিতসহ অন্তত ১৫০ কর্মকর্তাকে বিবেচনায় নিতে হবে এসএসবিকে। ফলে আড়াই শতাধিক কর্মকর্তা উপসচিব হতে পারেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ২৮ শতাংশ শিক্ষার্থী বেকার থাকছেন

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় অতিরিক্ত কর্মকর্তা শতাধিক সচিব হচ্ছেন
Related Posts
দায় স্বীকার করে জবানবন্দি

বাংলাদেশ ছাড়ার আগে মা-বাবাকে বলে যান শ্যুটার ফয়সাল

December 18, 2025
ধর্ম উপদেষ্টা

চেয়ারে বসে ছাড়তে না চাওয়ার প্রবণতায় দেশ পিছিয়েছে: ধর্ম উপদেষ্টা

December 18, 2025
গণিত প্রতিযোগিতা

ক্যাম্বোডিয়ায় আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের ৩ সোনা জয়

December 18, 2025
Latest News
দায় স্বীকার করে জবানবন্দি

বাংলাদেশ ছাড়ার আগে মা-বাবাকে বলে যান শ্যুটার ফয়সাল

ধর্ম উপদেষ্টা

চেয়ারে বসে ছাড়তে না চাওয়ার প্রবণতায় দেশ পিছিয়েছে: ধর্ম উপদেষ্টা

গণিত প্রতিযোগিতা

ক্যাম্বোডিয়ায় আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের ৩ সোনা জয়

ভারতের নসিহত

দেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহত অন্তর্বর্তী সরকারের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য

ওসমান হাদি

ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

Wather

তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

Hajj

৭০ ঊর্ধ্বে হজযাত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানানোর অনুরোধ

হাদি

হাদিকে লম্বা সময় আইসিইউতে থাকতে হতে পারে : ডা. রাফি

হাদি - প্রধান উপদেষ্টার

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ইনকিলাব মঞ্চ

ওসমান হাদির মৃত্যুর সংবাদ সত্য নয় : ইনকিলাব মঞ্চ

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.