বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: নতুন রূপে বাজারে এলো হিরো প্যাশন প্লাস মডেলের মোটরসাইকেল। লেটেস্ট মডেলটিতে একাধিক নতুন ফিচার্স যোগ করেছে হিরো মটোকর্প।
মোটরবাইকটিতে এখন দেওয়া হয়েছে আইথ্রিএস প্রযুক্তি। যা নিউট্রাল গিয়ারে থাকার কিছুক্ষণ পরেই ইঞ্জিনটিকে কাট অফ করে দেয়। আবার চালক যখন বাইকের ক্লাচটিকে কাজে লাগাবেন, ঠিক তখনই আবার সেটি নতুন প্রাণ পাবে।
নতুন ভার্সনে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর রয়েছে। এছাড়াও মোবাইল ডিভাইস চার্জিংয়ের জন্য বাম দিকের হ্যান্ডেলবারে রয়েছে একটি ইউএসবি পোর্ট। পাশাপাশি থাকছে একটি ডিজিটাল-অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। বাইকের ফুয়েল গজ এবং ট্রিপ মিটারটি একটি ডিজিটাল লেআউটে দেখা যাবে, যেখানে স্পিডোমিটারটি হল আদতে একটি অ্যানালগ ইউনিট।
মোট তিনটি কালার স্কিমে প্যাশন প্লাস বাইকটি অফার করছে হিরো। এগুলো হল, স্পোর্টস রেড, ব্ল্যাক এবং নেক্সাস ব্লু।
পাওয়ারের জন্য প্যাশন প্লাস বাইকটিতে রয়েছে ৯৭.২ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ফুয়েল ইঞ্জেকশন পেয়েছে। এই ইঞ্জিনটি ৭.৯১ বিএইচপি শক্তি এবং ৮০০০ আরপিএম তৈরি করে। ইঞ্জিনে শক্তি সঞ্চালনের জন্য দেওয়া হয়েছে ৪ স্পিড গিয়ারবক্স।
বাইকটির সামনে ডাবল ক্রাডল ফ্রেম সাসপেন্ড করার জন্য রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে রয়েছে টুইন টিউব শক অ্যাবজর্বার। সামনে ও পেছনের দিক থেকে গাড়িটির ব্রেকিং ডিউটি পারফর্ম করছে একটি ১৩০ এমএম ডিস্ক। বাইকটিতে সেলফ স্টার্ট বা কিক স্টার্টের মতোও জরুরি ফিচারও দেওয়া হয়েছে। ১৮ ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে স্ট্যান্ডার্ড হিসেবে, যা র্যাপ করা রয়েছে ৮০/১০০ আর১৮ টিউবলেস টায়ারের সঙ্গে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।