বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কম্পিউটারের গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) মাধ্যমে ইন্টারনেট তথা অনলাইনে যে কাউকে অনুসরণ করা সম্ভব। সম্প্রতি বিশেষজ্ঞরা এ কথা জানিয়েছেন। খবর টেকরাডার।
ফ্রান্স, ইসরায়েল ও অস্ট্রেলিয়ার ১০ জন গবেষকের একটি গ্রুপ সম্প্রতি রিমোট জিপিইউ ফিঙ্গারপ্রিন্টিং টেকনিক নামে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, ট্র্যাকিং বা অনুসরণের ক্ষেত্রে ব্রাউজারে থ্রিডি গ্রাফিকস রেন্ডারের জন্য ক্রস প্লাটফর্ম অ্যাপ্লিকেশন ইন্টারফেস (এপিআই) ব্যবহার করা হয়। যেটি ওয়েবজিএল নামে পরিচিত। জিপিইউর কার্যক্রমের সঙ্গে যুক্ত করার পর এটি ডিভাইসটির একটি ব্যতিক্রমী ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে।
গবেষকরা ২ হাজার ৫৫০টি ডিভাইসে থাকা ১ হাজার ৬০৫টি আলাদা সিপিইউ কনফিগারেশনের ওপর পদ্ধতিটি পরিচালনা করেছেন। ব্লিপিং কম্পিউটারে প্রকাশিত সংবাদের তথ্যানুযায়ী, এটি ব্যবহারকারীর নিরাপত্তা লঙ্ঘনজনিত গুরুতর সমস্যা। গুগল ও ফেসবুকের ব্যবহারকারী পদ্ধতি নিয়ে সমালোচনা শুরুর পর ভোক্তাদের নিরাপত্তার বিষয়টি কয়েক বছর ধরে সম্মুখে রয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডাটা প্রটেকশন বিধানের মতো বিভিন্ন দেশের আইন ও নীতিতে, ডিভাইসে কুকিজ ব্যবহারের আগে ব্যবহারকারীর স্পষ্ট সম্মতির বিষয়টিকে প্রাধান্য দেয়া হচ্ছে। ফলে বিভিন্ন ব্যবসায়িক ও অসাধু ওয়েবসাইট ব্যবহারকারীদের অনুসরণের জন্য সম্ভাব্য ফিঙ্গারপ্রিন্টের উপাদান, বিশেষ করে হার্ডওয়্যারের কনফিগারেশন বা তথ্য, অপারেটিং সিস্টেম, টাইমজোন, স্ক্রিন রেজল্যুশনসহ বিভিন্ন বিষয়ের তথ্য সংগ্রহ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।