বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের তরফে কৃত্রিম মেধা সংক্রান্ত বিশেষ বিষয় শেখানো হবে। এই মর্মে সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এনআইইএলআইটি)-র তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের ভার্চুয়াল অ্যাকাডেমির তরফে ‘জেনারেটিভ এআই’ শীর্ষক একটি কোর্স করানো হবে।
যে কোনও ব্যক্তিই এই কোর্সটি করার সুযোগ পাবেন। অনলাইনেই তাঁরা ক্লাস করতে পারবেন। সংশ্লিষ্ট কোর্সের মাধ্যমে জেনারেটিভ এআই-এর কার্যপদ্ধতি শেখানো হবে। নিউরাল নেটওয়ার্ক অ্যান্ড জেনারেটিভ এআই কেস স্টাডিজ় সংক্রান্ত বিষয় নিয়ে ক্লাসে আলোচনা করা হয়েছে। মোট দু’ঘন্টার মধ্যে এই কোর্সের ক্লাস সম্পূর্ণ হবে।
কোর্সের ক্লাস করতে আগ্রহীদের কাছে যথাযথ ইন্টারনেট পরিষেবা-সহ ল্যাপটপ কিংবা কম্পিউটার থাকা আবশ্যক। অনলাইনেই এনআইইএলআইটি ভার্চুয়াল অ্যাকাডেমির ফ্যাকাল্টি মেম্বাররা সংশ্লিষ্ট কোর্সের ক্লাস করাবেন।
এই কোর্সে অংশগ্রহণকারীদের আলাদা করে কোনও ফি জমা দিতে হবে না। তবে অনলাইনে আবেদনকারীদের একটি ফর্ম পূরণ করে কোর্সের জন্য নাম নথিভুক্ত করতে হবে। ইমেল মারফত ক্লাস সংক্রান্ত বিশদ তথ্য জানিয়ে দেওয়া হবে। বছরের যে কোনও সময়ে এই কোর্সটি করার সুযোগ থাকছে। এই বিষয়ে জানতে এনআইইএলআইটি ভার্চুয়াল অ্যাকাডেমির ওয়েবসাইটটি দেখে নিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।