জুমবাংলা ডেস্ক : ভার্চুয়াল মেডিক্যাল চেকআপের নামে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা ও ব্ল্যাকমেইলের অভিযোগে আল ফাহাদ (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব। ভার্চুয়াল মেডিক্যাল চেকআপের নামে ফাহাদ নারীদের ভিডিও ধারণ ও গোপন ছবি সংগ্রহ করে পরে ব্ল্যাকমেইল করে আসছিল বলে জানায় র্যাব।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির গুলশান থানাধীন নর্দা এলাকায় অভিযান চালিয়ে ফাহাদকে গ্রেপ্তার করে র্যাব। সময় তার কাছ থেকে ৪০৩ পিস ইয়াবাসহ মোবাইল ও ক্যামেরা জব্দ করা হয়। ফাহাদ নারায়ণগঞ্জের বন্দর থানার মো. রুবেল মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ফাহাদ অসংখ্য নারীর সঙ্গে প্রতারণার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে বলে দাবি র্যাবের।
জিজ্ঞাসাবাদে ফাহাদ জানায়, সে ইন্টারনেট ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে দেশি-বিদেশি ও আন্তর্জাতিক সংস্থায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখাত। ফলে অনেকেই তার সঙ্গে যোগাযোগ করত। চাকরিপ্রার্থী প্রতিজনকে ৩৫০-৫০০ টাকার রেজিস্ট্রেশন করিয়ে গ্রাহককে আকৃষ্ট করে ফাহাদ। মোবাইলে বিশেষ অ্যাপসের মাধ্যমে নারীকণ্ঠে চাকরি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করত সে। বিভিন্ন কৌশলে প্রার্থীদের করোনাকালীন ভার্চুয়াল মেডিক্যাল চেকআপ করা হবে বলে জানাত।
এভাবে প্রার্থীরা বিভিন্ন সামাজিক চ্যাটিং অ্যাপসের মাধ্যমে ভিডিও কলে যুক্ত হতো। গ্রেপ্তার হওয়া ফাহাদ নামের এই তরুণ নিজের মোবাইলের ক্যামেরা বন্ধ রেখে ভিডিও কলে মেডিক্যাল পরীক্ষা নেওয়ার নামে বিভিন্ন কৌশলে ভিকটিমদের গোপন ভিডিও ধারণ করত। পরবর্তী সময়ে ভিকটিমদের গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করত। এভাবে সে শতাধিক নারীকে ব্ল্যাকমেইল করেছে বলে জানায়। ফাহাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।