জুমবাংলা ডেস্ক: অনলাইনে জুয়া খেলার জন্য বকাঝকা করায় কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষিকা রোকশানা খানমকে তার ভাগ্নে নওরোজ কবির নিশাত হ’ত্যা করেছে।
নিশাত এই হ’ত্যার দায় স্বীকার করেছে বলে মঙ্গলবার কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম জানিয়েছেন।
নিশাত (২০) মৃত একেএম নুর-ই-আসলামের ছেলে।
জানা যায়, নিহত রোকসানার স্বামী মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হ’ত্যা মামলা দায়ের করে। সোমবার রাতে রোকশানার ভাগ্নেকে গ্রেপ্তার করে গোয়েন্দারা।
পুলিশ সুপার জানান, অভিযুক্ত নওরোজ পুলিশকে জানান রোকসানার মালিকানাধীন ছয়তলা ভবনের চতুর্থ তলায় তিনি তার ভাই ও মায়ের সঙ্গে থাকেন। সন্তান না থাকায় রোকসানা তার ফ্ল্যাটে তাদের আশ্রয় দেন।
তিনি আরও বলেন, তার খালা তাকে অনলাইনে জুয়া খেলার জন্য বকাঝকা করতেন এবং একই বিষয়ে রবিবার রাতেও তাকে বকাঝকা করেন।
ওই পুলিশ কর্মকর্তা জানান, নওরোজ কৌশলে রোকসানার বেডরুমে অবস্থান নেয় এবং ঘুমন্ত অবস্থায় একটি ভারী পাথর দিয়ে তার মাথায় আঘাত করে।
পরে বারান্দার গ্রিল ভেঙে সে পালিয়ে যায় বলেও জানান তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, নওরোজকে মঙ্গলবার কুষ্টিয়ার আদালতে হাজির করা হবে।
প্রসঙ্গত, গতকাল সোমবার সকালে কুষ্টিয়ার হাউজিং ডি-ব্লক এলাকায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র ইংরেজি শিক্ষিকার লাশ উদ্ধার করে পুলিশ।-ইউএনবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।