আজ যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। এবারের আসরে রেকর্ড ৩২ দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে লিওনেল মেসির ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছে মিশরের ক্লাব আল-আহলির বিপক্ষে। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৩ জুলাই।
এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনলাইনে বিনামূল্যে দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরা। www.dazn.com —এই ওয়েবসাইটে বিনা মূল্যে দেখা যাবে সব ম্যাচ। অ্যাপ স্টোর থেকে ডিএজেডএন অ্যাপ নামিয়েও দেখা যাবে খেলা।
ক্লাব বিশ্বকাপে কোন গ্রুপে কারা দেখে নিন-
‘এ’: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি
‘বি’: পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল সাউন্ডার্স
‘সি’: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা
‘ডি’: ফ্লামেঙ্গো, এসপেরান্সে, চেলসি, এলএ এফসি
‘ই’: রিভার প্লেট, উরাওয়া রেড ডায়মন্ডস, মন্তেরেই, ইন্টার মিলান
‘এফ’: ফ্লুমিনেন্স, ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সানডাউনস
‘জি’: ম্যানচেস্টার সিটি, উইদাদ, আল আইন, জুভেন্টাস
‘এইচ’: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুকা, সালজবুর্গ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।