ঈদুল আজহা সামনে রেখে অনলাইনে ঈদযাত্রার বাসের টিকিট ছেড়েছে। ২৯ মে এবং তার পরবর্তী তারিখের টিকিট সংগ্রহ করা যাচ্ছে। অন্যদিকে আগামী ২১ মে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেনে যাত্রার দশ দিন আগে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। ঝামেলা না পোহাতে চলুন জেনে নেই অনলাইনে ট্রেন ও বাসের টিকিট কাটার নিয়ম-
ট্রেনের টিকিট কাটতে হলে প্রথমেই আপনাকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট অথবা ‘রেল সেবা’ অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন জাতীয় পরিচয় পত্র বা এনআইডি নম্বর, সচল মোবাইল নাম্বার। তারপর কাটতে হবে টিকিট।
রেজিস্ট্রেশন যেভাবে করবেন
১.প্রথমেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২.তারপর ওয়েবসাইটটির রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে।
৩.এরপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে নতুন একটি পেজ আসবে। সেখানে এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার ও জন্ম তারিখ দিতে হবে।
৪.এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
৫.এরপর সচল নাম্বারে একটি সিকিউরিটি কোড আসবে। কোডের ঘরে সিকিউরিটি কোড দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। সব তথ্য সঠিক থাকলে রেজিস্ট্রেশন সাকসেসফুল নামে নতুন একটি পেজ আসবে।
টিকিট কাটার প্রক্রিয়া
১.রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর টিকিট কাটতে পারবেন। এজন্য প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২.সেখানে থাকা লগইন প্যানেলে ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করতে হবে।
৩.তারপর পারসেজ টিকিট বাটনে ক্লিক করতে হবে। এরপর কোন তারিখের টিকিট কাটতে চান, কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত, ট্রেনের নাম, শ্রেণি, টিকিট সংখ্যা উল্লেখ করতে হবে।
৪.পরের পেজে দেখানো হবে সিট অ্যাভেইলেবেল আছে কি না এবং টিকিটের দাম। সেখানে সবকিছু ঠিক থাকলে পারসেজ টিকিট বাটনে ক্লিক করতে হবে।
পেমেন্ট করবেন যেভাবে
ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে টিকিটের দাম পরিশোধ করতে পারবেন। পরে আপনার ই-মেইলে অথবা অ্যাপ এ ই-টিকিটটি পাঠিয়ে দেবে বাংলাদেশ রেলওয়েল।
বাসের টিকিট কাটার নিয়ম
ঈদের সময় বাসের টিকিট পেতেও পোহাতে হয় নানান ঝামেলা। তাই চাইলে এখন কাউন্টারে না গিয়ে ঘরে বসেই কাটতে পারবেন বাসের টিকিট।
রেজিস্ট্রেশন
বাসের টিকিট কাটতে বর্তমানে বেশকিছু ওয়েবসাইট বা অ্যাপ জনপ্রিয়। সব ওয়েবসাইটের রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রায় একই। চাইলে তাদের ওয়েবসাইট অথবা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামিয়ে টিকিট কাটতে পারেন। এক্ষেত্রেও প্রয়োজন এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার।
টিকিট কাটার নিয়ম
ওয়েবসাইট বা অ্যাপ প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে যে পেজ আসবে সেখানে, কোথায় থেকে কোথায় যাবেন এবং যাত্রার তারিখ উল্লেখ করতে হবে। এরপর সার্চ বাস লিখে অপশনে ক্লিক করতে হবে।
তারপর আপনার সামনে অনেকগুলো বাসের নাম এবং কয়টায় ছাড়বে এবং মূল্য কত তা দেখাবে। আপনার সময় অনুযায়ী পছন্দের বাস সিলেক্ট করতে পারবেন। বাস সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি পেজ আসবে সেখানে আপনাকে বাসের সিট সিলেক্ট করতে বলা হবে। আপনি সেই ইন্টারফেসে বাসের সবগুলো সিটের ছবি দেখতে পারবেন। যে সিটগুলো বুকিং হয়ে গেছে সেগুলো লাল অথবা কালো রং হয়ে যাবে এবং যেগুলো এখনো ফাঁকা রয়েছে সেগুলো সবুজ অথবা সাদা রং থাকবে।
আপনি আপনার পছন্দ প্রয়োজন অনুযায়ী সিট সিলেক্ট করুন এবং ওকে করুন। এরপর যাত্রীর ডিটেলস দিতে হবে।
যে কারণে কৃত্রিম বুদ্ধিমত্তার ফাঁদে পুরুষদের চেয়ে বেশি পড়ছে নারীরা
পেমেন্ট
তারপর পেমেন্ট অপশন পাবেন। আপনি চাইলে ই-ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারেন। সিট সিলেক্ট এর ৩০ মিনিটের মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে। না হলে আপনাকে পুনরায় সিট সিলেক্ট করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।