স্পোর্টস ডেস্ক : ব্যাকগ্রাউন্ডে চলছে হ্যাপি বার্থ ডে গান। হাততালি মুখরিত মায়াবী পরিবেশে স্ত্রী আনুশকা শর্মাকে পাশে নিয়ে কেক কাটছেন বিরাট কোহলি।
নির্দ্বিধায় আনুশকা কেকের প্রথম টুকরোটা তুলে দিলেন কোহলির মুখে। কেক খাইয়ে হবু সন্তানের মায়ের মুখ মিষ্টি করালেন কোহলিও। এই রোমান্টিক ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম, টুইটারে।
বৃহস্পতিবার ছিল ভারত অধিনায়ক কোহলির ৩২তম জন্মদিন। আইপিএল খেলতে সেপ্টেম্বরের শুরুতে অন্তঃসত্ত্বা স্ত্রী আনুশকাকে সঙ্গে নিয়েই সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন কোহলি।
এই তারকা দম্পতি গত আগস্টে ভক্তদের জানান, আগামী বছর দুই থেকে তিন হচ্ছেন তারা। তখন আরব আমিরাতেই অবস্থান করছিলেন দুজন।
এ উপলক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থ ও স্টাফদের সঙ্গে কেক কেটে আনন্দ ভাগ করেন কোহলি-আনুশকা। জন্মদিনেও উৎসব-আয়োজনের কমতি রাখেনি ভারত তথা বেঙ্গালুরু অধিনায়ক কোহলি।
সতীর্থরা এদিন কোহলির সারা মুখ ভরিয়ে দেন কেক দিয়ে। বেঙ্গালুরু ও ভারতীয় দলে কোহলির সতীর্থ তথা কাছের বন্ধু যুজবেন্দ্র চাহাল ও তার হবু স্ত্রীর সঙ্গে লেন্সবন্দি হতেও দেখা গেছে কোহলি-আনুশকাকে।
View this post on Instagram
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।