Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: অনির্দিষ্টকালের জন্য টুইটার নিষিদ্ধ করেছে নাইজেরিয়া সরকার। ‘টুইটার নাইজেরিয়ার করপোরেট অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলতে সক্ষম’ এমন কারণ দেখিয়ে শুক্রবার (৪ জুন) দেশটিতে এর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। খবর এনডিটিভি’র।
খবরে বলা হয়, দুইদিন আগে আইন ভঙ্গের অভিযোগ এনে নাইজরেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির অফিসিয়াল বার্তা মুছে ফেলে টুইটার। এরপর শুক্রবার দেশটির সরকার টুইটার নিদ্ধের ঘোষণা দেয়।
এক বিবৃতিতে দেশটির তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার অনির্দিষ্টকালের জন্য টুইটার নিষিদ্ধ করেছে।’
তবে শুক্রবার নিষিদ্ধ করে বিবৃতি দেয়ার পরও টুইটার কাজ করছিল নাইজেরিয়ায়। তখন এ বিষয়ে এ জানতে চাইলে দেশটির তথ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী বলেন, ‘আমি প্রযুক্তির বিষয়ে কিছু বলতে পারবো না, তবে টুইটারের কার্যক্রম অনির্দিষ্টকাল বন্ধ থাকবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।