স্পোর্টস ডেস্ক: চলতি বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করার সম্ভাবনা আরও কমে গেল। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছেন। যার ফলে পিছিয়ে যাচ্ছে আইপিএল।
ভারতীয় বোর্ড সূত্রের খবর অনুযায়ী, ৩ মে-এর পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
এদিকে ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের ১৩তম আসর। কিন্তু করোনার কারণে তা প্রাথমিকভাবে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়। তবে ভারতে ৩মে পর্যন্ত লকডাউন বাড়ায় বলা যায় যে, বর্তমান পরিস্থিতিতে মে মাসের পর লকডাউন উঠলেও আইপিএলের মতো স্পোর্টিং ইভেন্ট আয়োজন করা বেশ কঠিন।
কয়েকদিন আগেই আইপিএলের ভবিষ্যৎ স্পষ্ট করে দেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছিলেন, গোটা দুনিয়ায় এখন কোনও ধরনের খেলা আয়োজনের মতো পরিস্থিতি নেই। তাই এবারের মতো আইপিএল ভুলে যাওয়াই ভাল।
অন্যদিকে আইপিএল না হলে বিপুল ক্ষতির মুখে পড়তে হবে বিসিসিআই আর ফ্র্যাঞ্চাইজিদের। তাই আইপিএল বাতিলের ঘোষণা করতে পারছেন না বোর্ড কর্তারা। করোনার কারণে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি বাতিল হয়, তাহলে সেই উইন্ডোয় আইপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিসিআই’র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।