নিজস্ব প্রতিবেদক: সিলেট ও সুনামগঞ্জের বন্যাদুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ তৎপরতার পাশাপাশি খুলনার অনির্বাণ লাইব্রেরি এবার তাদের টুরিস্ট বোট ‘কপোতাক্ষ’ জরুরি উদ্ধার ও ত্রাণ দেওয়ার কাজে ব্যবহারের জন্য পুলিশকে দিয়েছে।
টুরিস্ট বোটটি এই মুহূর্তে সুনামগঞ্জের জামালগঞ্জ এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছেন অনির্বাণের অন্যতম উদ্যোক্তা বাংলাদেশ পুলিশের ডিআইজি জয়দেব কুমার ভদ্র।
তিনি বলেন, পুলিশের পাশাপাশি অনির্বাণের সাথে সম্পৃক্ত অন্যান্য ব্যক্তি বা স্বেচ্ছাসেবী সংগঠনও একই উদ্দেশ্যে তাদের টুরিস্ট বোটটি ব্যবহার করতে পারবেন। এজন্য যোগাযোগ করতে হবে এই নাম্বারে-০১৭২৬৬০৯৯৬৪।
সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। স্মরণকালের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে এবারের বন্যা। দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর, দিরাই-শাল্লা, ধর্মপাশা ছাড়া বাকি সমস্ত জেলা প্লাবিত হয়েছে। এখনো অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে। পুরো এলাকা বিদ্যুৎবিহীন। সিলেট শহরের একটি বিরাট অংশ পানির নিচে। গত এক মাস আগে যে অবস্থা ছিল তার চেয়ে পরিস্থিতি অনেক খারাপ। গোয়াইনঘাট, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ এবং জৈন্তাপুরের বেশিরভাগ অঞ্চল পানির নিচে।
ভারতের আসাম ও মেঘালয়েও বন্যা হচ্ছে। বৃষ্টির পানি এবং উজানের পানিতে পরিস্থিতির আরো অবনতি হতে পারে। পরিস্থিতি এতটাই খারাপ যে ত্রাণ তৎপরতা চালানোও প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
অনির্বাণ লাইব্রেরি গত এক মাস ধরে সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালিয়ে আসছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক অনুদান নিয়ে ইতোমধ্যে ১০ লাখেরও অধিক টাকার ত্রাণসামগ্রী বিতরণ করেছে পাঠাগার ভিত্তিক স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।