স্পোর্টস ডেস্ক: বিদেশি ক্রিকেটারসহ দলগুলোর প্রস্তুতি শুরু হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, গড়পড়তা ৪-৫ তারিখের মধ্যে। এবার ভিন্ন আদলে হচ্ছে বিপিএল। অংশগ্রহণকারী দল, স্পন্সর পার্টনার সবই নতুন। তাই কোন দলে আগে থেকে দেশি বা বিদেশি ক্রিকেটার রেখে দেয়ার সুযোগ নেই।
প্লেয়ার্স ড্রাফট শেষ। এখন প্রতি দলের সামনে আছে দুজন করে বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ। দলগুলো সেই কাজেই ব্যস্ত।
অংশগ্রহণকারী দলগুলোর স্পন্সর পার্টনার, টিম ডিরেক্টর ও টেকনিক্যাল অ্যাডভাইজারদের বড় অংশ কলকাতার ইডেন গার্ডেনসে গোলাপি বলের দিবারাত্রির টেস্ট দেখতে গিয়েছিলেন। তারা দেশে ফিরে, সেই দুজন করে ভিনদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর কাজ শুরু করে দিয়েছেন।
আজ (মঙ্গলবার) কথা বলে জানা গেল, ঢাকা ছাড়া প্রায় সব দলই চেষ্টা করছে দুজন না হলেও অন্তত একজন নামীদামী তারকাকে শুরু থেকে দলে ভেড়াতে। কিন্তু অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ প্রায় একই সময়ে পড়ে যাওয়ায়, নামী তারকা পাওয়ার সম্ভাবনা কমে গেছে।
খুলনার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, আমরা প্রথমে শেন ওয়াটসনকে নিতে চেয়েছিলাম। তার সাথে যোগাযোগও করেছিলাম। কারণ ফ্র্যাঞ্চাইজি বিপিএল হলে ওয়াটসনের আগেই খুলনা টাইটান্সের সাথে কথাবার্তা পাকা হয়ে গিয়েছিল। তার খুলনা টাইটান্সে খেলাও একরকম নিশ্চিত ছিল।
তিনি আরও বলেন, বিপিএলের এবারের আদল পাল্টে যাওয়ায় এবং খেলা শুরুর সময় প্রায় ১০ দিন পিছিয়ে যাওয়ায় শেন ওয়াটসন অন্যত্র কথা বলে ফেলেছেন। আমরা হয়তো এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে পাচ্ছি না। পরে আন্দ্রে রাসেলের দিকে ঝুঁকে তাকেও পাইনি। সম্ভবত রাজশাহীর সাথে কথাবার্তা চূড়ান্ত হয়েছে রাসেলের। তার মানে এ ওয়েস্ট ইন্ডিয়ানের এবার নতুন ঠিকানা হতে যাচ্ছে রাজশাহী। দেখি আমরা কাকে পাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।