স্পোর্টস ডেস্ক : আগামী সোমবার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে অনিশ্চিত মুস্তাফিজুর রহমান। শনিবার দ্বিতীয় ম্যাচে বোলিংয়ের সময় পায়ে ব্যথা অনুভব করেন এই কাটার মাস্টার। এতে মাঠ ছেড়ে চলে যেতে হয় এই গতি তারকাকে।
ম্যাচ শেষে বিসিবির মেডিকেল বিভাগ জানায়, মুস্তাফিজের শুশ্রূষা চলছে। শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারবেন কি না তা জানতে পর্যবেক্ষণ করা হবে রবিবার অর্থাৎ ম্যাচের আগের দিন পর্যন্ত।
বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আজ দ্বিতীয় ওভারে বোলিং করার সময়ই বাম পাশে ব্যথা অনুভব করে। কাল আবার তাকে পর্যবেক্ষণ করা হবে। শেষ ম্যাচে খেলতে পারবে কি না সেই সিদ্ধান্ত তখন নেওয়া হবে।’
এদিকে ম্যাচ শেষে দলের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমের মুখোমুখি হওয়া ব্যাটার নাজমুল হোসেন শান্ত জানান, মুস্তাফিজের ব্যথা উপশমে বরফ প্রয়োগ করা হচ্ছে। শান্তও মুস্তাফিজের তৃতীয় ম্যাচের ভাগ্য ছেড়ে দিয়েছেন ফিজিওরদের ওপর। একইসাথে আশা করেছেন, মুস্তাফিজকে নিয়েই শেষ ম্যাচে মাঠে নামতে পারবে দল।
তিনি বলেন, ‘মুস্তাফিজ আইসিং করছে। হয়ত ফিজিও আপডেট দিবে। আশা করছি সামনের ম্যাচের আগে ঠিক হয়ে যাবে।’
শান্তর মত মুস্তাফিজকে পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টেরও। তবে মুস্তাফিজ শেষ ম্যাচে খেলার মত ফিট আছেন কি না তা আপাতত বলার কোনো সুযোগ নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।