স্পোর্টস ডেস্ক: ইতিহাসের পাতায় আগেও জায়গা করে নিয়েছিলেন রাফায়েল নাদাল। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দীর্ঘ পাঁচ ঘন্টা ২৪ মিনিটের লড়াইয়ের পর রাশিয়ান দানিল মেদভেদেভকে ২-৬, ৬-৭ (৭/৫), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে পরাজিত করে প্রথম খেলোয়াড় হিসেবে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েছে স্প্যানিশ এই তারকা। এই কৃতিত্ব অবশ্যই বিশেষ কিছু।
তার উপর মেলবোর্নের রড লেভার এরিনাতে যেভাবে নিজের লড়াকু মনোভাব ধরে রেখে নাদাল প্রতিটি সেটে এগিয়ে গেছেন তার তুলনা হয়না। ফাইনালের মত ম্যাচে যেখানে প্রথম দুই সেটে হারতে হয়েছে সেখান থেকে ফিরে এসে শিরোপা হতে নেবার ঘটনা ৩৫ বছর বয়সী নাদালকে সত্যিকার অর্থেই অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
১৩ বছর আগে ২০০৯ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করেছিলেন নাদাল। ক্লে কোর্টের একচ্ছত্র রাজা হিসেবে পরিচিত নাদালের জন্য অবশ্য হার্ড কোর্টের সাফল্য খুব কমই এসেছে। ২১টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন ১৩টি। ক্যারিয়ারে চারটি ইউএস ওপেনর জয়ের পাশাপাশি দুটি করে জিতেছেন উইম্বলডন ও অস্ট্রেয়িলান ওপেন। ২০০৫ সালে প্রথম ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের মাধ্যমে গ্র্যান্ড স্ল্যামের প্রাপ্তি শুরু। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর টানা ২০১৪ সাল পর্যন্ত কোন না কোন গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলেছেন। মাঝে তিন বছরের বিরতি শেষে আবারো ২০১৭ সাল থেকে গ্র্যান্ড স্ল্যামে আধিপত্য দেখাতে শুরু করেন। আর এসব গ্র্যান্ড স্ল্যামের বেশীরভাগ ফাইনালেই তার প্রতিপক্ষ ছিল রজার ফেদেরার।
তরুণ বয়সে মূলত ক্লে কোর্টের উপর জোড় দিলেও ধীরে ধীরে তিনি সব কোর্টেই বিশেষজ্ঞ হয়ে উঠতে থাকেন। এই পথে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন রজার ফেদেরার। ফেদেরারের সাথে ক্যারিয়ারের বেশীরভাগ সময়ই লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন নাদাল। এই লড়াইয়ে মাঝে নতুন প্রতিদ্বন্দী হিসেবে দেখা দেন নোভাক জকোভিচ। গ্র্যান্ড স্ল্যাম মানেই ছিল এই তিনজনের ত্রিমূখী লড়াই।
করোনা ভ্যাক্সিন জটিলতায় শেষ পর্যন্ত জকোভিচের আর খেলা হয়নি অস্ট্রেলিয়ান ওপেনে। নাহলে শিরোপ ধরে রাখার লড়াইয়ে হয়তবা নাদালের প্রতিপক্ষ হতে পারতেন জকোভিচ। ইনজুরির কারনে অবশ্য আগেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ফেদেরার।
রাফায়েল নাদালের অর্জিত গ্র্যান্ড স্ল্যামের পূর্ণাঙ্গ তালিকা :
বছর টুর্নামেন্ট প্রতিপক্ষ স্কোর
২০০৫ ফ্রেঞ্চ ওপেন মারিয়ানো পুয়ের্তা ৬-৭, ৬-৩, ৬-১, ৭-৫
২০০৬ ফ্রেঞ্চ ওপেন রজার ফেদেরার ১-৬, ৬-১, ৬-৪, ৭-৬
২০০৭ ফ্রেঞ্চ ওপেন রজার ফেদেরার ৬-৩, ৪-৬, ৬-৩, ৬-৪
২০০৮ ফ্রেঞ্চ ওপেন রজার ফেদেরার ৬-১, ৬-৩, ৬-০
২০০৮ উইম্বলডন রজার ফেদেরার ৬-৪, ৬-৪, ৬-৭, ৬-৭, ৯-৭
২০০৯ অস্ট্রেলিয়ান ওপেন রজার ফেদেরার ৭-৫, ৩-৬, ৭-৬, ৩-৬, ৬-২
২০১০ ফ্রেঞ্চ ওপেন রবিন সোদারলিং ৬-৪, ৬-২, ৬-৪
২০১০ উইম্বলডন টমাস বার্ডিচ ৬-৩, ৭-৫, ৬-৪
২০১০ ইউএস ওপেন নোভাক জকোভিচ ৬-৪, ৫-৭, ৬-৪, ৬-২
২০১১ ফ্রেঞ্চ ওপেন রজার ফেদেরার ৭-৫, ৭-৬, ৫-৭, ৬-১
২০১২ ফ্রেঞ্চ ওপেন নোভাক জকোভিচ ৬-৪, ৬-৩, ২-৬, ৭-৫
২০১৩ ফ্রেঞ্চ ওপেন ডেভিড ফেরার ৬-৩, ৬-২, ৬-৩
২০১৩ ইউএস ওপেন নোভাক জকোভিচ ৬-২, ৩-৬, ৬-৪, ৬-১
২০১৪ ফ্রেঞ্চ ওপেন নোভাক জকোভিচ ৩-৬, ৭-৫, ৬-২, ৬-৪
২০১৭ ফ্রেঞ্চ ওপেন স্ট্যান ওয়ারিঙ্কা ৬-২, ৬-৩, ৬-১
২০১৭ ইউএস ওপেন কেভিন এ্যান্ডারসন ৬-৩, ৬-৩, ৬-৪
২০১৮ ফ্রেঞ্চ ওপেন ডোমিনিক থিয়েম ৬-৪, ৬-৩, ৬-২
২০১৯ ফ্রেঞ্চ ওপেন ডোমিনিক থিয়েম ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১
২০১৯ ইউএস ওপেন দানিল মেদভেদেভ ৭-৫, ৬-৩, ৫-৭, ৬-৪, ৬-৪
২০২০ ফ্রেঞ্চ ওপেন নোভাক জকোভিচ ৬-০, ৬-২, ৭-৫
২০২২ অস্ট্রেলিয়ান ওপেন দানিল মেদভেদেভ ২-৬, ৬-৭, ৬-৪, ৬-৪, ৭-৫। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।