অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগ নেত্রী আটক

আওয়ামী লীগ নেত্রী

জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক লক্ষ্মী সরকারকে আটক করেছে পুলিশ।

আওয়ামী লীগ নেত্রী

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তারাশী গ্রাম থেকে লক্ষ্মী সরকারসহ চারজনকে আটক করা হয়। অন্যরা হলেন তৃষ্ণা মোল্লা (২৫), সুমি বেগম (২৮) ও মহসিন উদ্দিন খান (২০)।

পুলিশ জানায়, তাড়াশী গ্রামের একটি ভাড়া বাসায় গত দেড় মাস ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন লক্ষ্মী সরকার। বিষয়টি এলাকাবাসী মৌখিকভাবে কোটালীপাড়া থানা পুলিশকে জানায়। পরে ওই ভাড়া বাসা থেকে লক্ষ্মী সরকারসহ চারজনকে আটক করে পুলিশ।

মতিয়া চৌধুরীকে নিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিবের ফেসবুক পোস্ট

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে লক্ষ্মী সরকারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।