জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনোয়ার হোসেন অসিম এক নারীর সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়েছেন। এ সময় স্থানীয়রা ওই শিক্ষককে ধরে মারধর করেন।
বৃহস্পতিবার বিকালের দিকে যশোরে এ ঘটনা ঘটে।
স্কুলশিক্ষক মনোয়ার হোসেন অসিম রঘুনাথপুর রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেনের ছেলে। শিক্ষক অসিমের স্ত্রী ও দুই ছেলে রয়েছেন। এর পর রাতে অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে ওই শিক্ষকের মারধরের ভিডিও রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে শহরজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।
জানা গেছে, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনোয়ার হোসেন অসিম মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় মেয়েদের উত্ত্যক্ত করে। সম্প্রতি সে যশোরের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সেই মেয়েকে নিজেকে অবিবাহিত বলে ম্যাসেঞ্জারে লেখেন শিক্ষক অসিম। এর পর তিনি বৃহস্পতিবার দেখা করতে যান। দেখা করতে গিয়ে স্থানীয়দের কাছে ধরা খেয়ে যান শিক্ষক অসিম। স্থানীয়দের জেরার মুখে তিনি উল্টোপাল্টা কথা বলতে থাকেন। এর পর তাকে কয়েকটি চড়-থাপ্পড় মারেন স্থানীয়রা। এ সময় তার শরীরে থাকা জামা-কাপড় ছিঁড়ে যায়।
সম্প্রতি ওই স্কুলশিক্ষক কালীগঞ্জ শহরের দশতলা ভবনের পেছনে এক মহিলার বাড়িতে যান। এ সময়ও তাকে স্থানীয়রা ধরে ফেলেন। কিন্তু মাফ চেয়ে ক্ষমা পেয়ে যান তিনি। স্কুলশিক্ষক মনোয়ার হোসেন অসিমের অনৈতিক কাজের ভিডিও এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। এর কিছু অংশ একদমই প্রকাশ করার মতো নয়।
স্কুলশিক্ষক মনোয়ার হোসেন অসিম হাসতে হাসতে মারধরের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, সবই মিথ্যা।
সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা জানান, এটি সাংঘাতিক অপরাধ। যদি এমন কাজ ওই শিক্ষক করে থাকে, তা হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শিক্ষকের এমন অনৈতিক কাজে জড়িত থাকায় শহরজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। অবিলম্বে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।