কলকাতার অভিনেত্রী মানসী সেনগুপ্ত। ভারতের বেশ কিছু বাংলা ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এই মুহূর্তে শ্যুটিং ছেড়ে বিরতিতে আছেন অভিনেত্রী। কারণ অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন, ফলে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি।
আপাতত কোনো ধারাবাহিকে এখন দেখা যাবে না মানসীকে। তবে মা হওয়ার এক মাসের মধ্যেই আবার কাজে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
এর আগে তিনি জানিয়েছিলেন, তার প্রথমবার ডেলিভারি ছিল হাই রিস্কের। মেয়ে হয়েছিল প্রিম্যাচিওর। তাই এবারে গর্ভের সন্তানের কথা মাথায় রেখে বিশেষ সাবধানতা নিতেই হচ্ছে তাকে।
তবে কাজ ছাড়া ভালো থাকতে পারেন না মানসী। অভিনেত্রীর কথায়, ‘দুটি শ্যুটিং একসঙ্গে করার ফলে অসুস্থ হয়ে পড়েছিলাম, এখন চিকিৎসকের পরামর্শ মত সম্পূর্ণ বেড রেস্টে আছি। আমার প্রায় নড়াচড়া করাও বারণ। তবে মা হওয়ার এক মাসের মধ্যেই আমি কাজ শুরু করব। এখন আগের থেকে অনেকটাই ভাল আছি। বাড়িতে সব সময় শুয়ে রয়েছি।’
‘নিম ফুলের মধু’ নামে এক ধারাবাহিকের অন্যতম মুখ ছিলেন মানসী। কাজ করেছেন মুম্বাইতেও। হিন্দি ধারাবাহিক ‘বান্নি চাও হোম ডেলিভারি-তে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।