ময়মনসিংহের ফুলপুরে ১৩ বছরের কিশোরীকে ধ র্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী কিশোরী এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তবে মায়ের প্রশ্নে বেরিয়ে আসে ধ র্ষকের নাম।
এ ঘটনায় সোমবার ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর মা। অভিযুক্তের নাম নজরুল ইসলাম। তার বাড়ি শেরপুরের নকলা উপজেলার দরপটি মোজাকান্দা এলাকায়। ফুলপুরে তার শ্বশুরবাড়ি।
ভুক্তভোগীর পরিবার জানায়, ৩১ জানুয়ারি অনুষ্ঠিত ফুলপুর উপজেলার পয়ারি ইউনিয়নে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন কিশোরীর মা। মেয়েটি স্থানীয় স্কুলে লেখাপড়া করে। নির্বাচনী প্রচারণার কাজে অনেক সময় বাড়ির বাইরে থাকতেন মেয়েটির মা-বাবা। এ সুযোগে ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে ধ র্ষণ করেন নজরুল।
সম্প্রতি মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন চোখে পড়ে মা-বাবার। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন তারা। পরীক্ষা-নিরীক্ষার পর মেয়েটি পাঁচ মাস সাতদিনের অন্তঃসত্ত্বা বলে জানান চিকিৎসকরা। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার আকস্মিক খবরে হাসপাতালে জ্ঞান হারিয়ে ফেলেন মেয়েটির মা ও বাবা। জ্ঞান ফেরার পর মেয়েকে বিষয়টি জিজ্ঞেস করেন মা। পরে বিষয়টি খুলে বলেন ভুক্তভোগী কিশোরী। একই সঙ্গে ধ র্ষকের নামও বলেন।
একপর্যায়ে বিষয়টি জানানো হলে হাসপাতালে গিয়ে গর্ভপাতের পরামর্শ দেন নজরুল। এতে রাজি না হওয়ায় স্থানীয়দের মাধ্যমে টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন তিনি। কিন্তু এতে রাজি হয়নি ভুক্তভোগীর পরিবার। এ সময় তাদের হুমকি দেন নজরুল।
স্থানীয়রা জানায়, এরই মধ্যে মেয়টিকে বিভিন্ন জায়গায় নিয়ে আত্মগোপনে থাকার চেষ্টা করেন নজরুল। ঘটনাটি জানতে পেরে মেয়েটিকে উদ্ধার করে সোমবার ফুলপুর থানায় নিয়ে আসে পুলিশ। এরপর পুলিশের কাছে ঘটনার পুরো ঘটনা জানান মেয়েটি।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মেয়েটিকে উদ্ধার করা হলেও অভিযুক্ত নজরুল পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।