অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তার অভিযোগ, সরকার কিছু নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দিয়ে ম্যানেজ করে চলছে, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘স্বজনপ্রীতিবাজ উপদেষ্টা কতটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন, তা নিয়ে দেশের সর্বত্র শঙ্কা তৈরি হয়েছে।’
তিনি বলেন, শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের রদবদল যথেষ্ট নয়; উপদেষ্টা পরিষদেও প্রয়োজনীয় ‘শুদ্ধি অভিযান’ চালানো দরকার। বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের সরিয়ে নতুনভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার আহ্বান জানান তিনি।
রাশেদ খাঁনের দাবি, “বর্তমান উপদেষ্টা পরিষদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যারা দুর্নীতি করেছে, আত্মীয়স্বজনকে পুনর্বাসন করেছে এবং সরকারকে নিজেদের সম্পদের মতো নিয়েছে, তাদের জনগণের সামনে দাঁড়াতে হবে।”
তিনি জোর দিয়ে উল্লেখ করেন, জনগণের আস্থা পুনঃস্থাপনের জন্য উপদেষ্টা পরিষদে অবিলম্বে পরিবর্তন আনা ছাড়া বিকল্প নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।