জুমবাংলা ডেস্ক : স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ফেড আউট” এর চিত্রধারণের কাজ শেষ হয়ে গেলো। গত ১ এবং ২ জুলাই মিরপুর শেওড়াপাড়া ও আঁগারগাও এলাকার আশপাশে চিত্রধারণের মাধ্যমে সমাপ্ত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রধারনের কাজ। পরাগ সুস্মিতা অন্বেষার পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আর্টহোল এবং হোয়াট হাউজ এর ব্যানারে নির্মিত হচ্ছে। চলচ্চিত্রটির পান্ডুলিপি রচনা করেন নোমান লাম।
৪ বন্ধু শুভ, জন, বুলেট ও সোহাগ কে নিয়ে এগিয়ে যায় গল্পের মূল কাহিনী। একদিন অনিচ্ছা সত্ত্বেও তারা ঘটিয়ে বসে এক দুর্ঘটনা। তাদের হাতে এসে পড়ে একটি ব্রিফকেস। আর এই ব্রিফকেসটিই এক সময় হয়ে ওঠে তাদের অন্ধকার জীবনের মূলমন্ত্র। এ্যাডভেঞ্চারের নেশায় তারা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে আলো থেকে আঁধারের পথে। তাদের জীবন হতে থাকে ফেড আউট। এমনি এক গল্পের আলোকে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
চলচ্চিত্রটির পরিচালক ও সংশ্লিষ্টরা জানান, বর্তমান সময়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গৎবাঁধা গল্প আর নির্মাণ শৈলীর বাইরে এসে নতুন মৌলিক গল্প দর্শকদের উপহার দিতেই চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী পরিচালক পরাগ সুস্মিতা অন্বেষা।
চার বন্ধুর চরিত্রে অভিনয় করছেন ইমরান সাদ, তাসওয়ার আহমাদ, কায়সার তুহিন ও নিলয় মাহমুদ। এছাড়াও পর্দায় দেখতে পাওয়া যাবে আমিনুর রহমান, ওসমান জিলানী, সাজ্জাদুর রহমান শুভ, জাহিদুর রহমান, তিভা, রবি ও আরো অনেককে। সিনেমাটোগ্রাফার হাসিবুর রাহমান এবং সঙ্গিত ও শব্দ পরিচালনায় থাকছে রোমেল আলী।
একমাস পুরোদস্তুর পোস্ট প্রডাকশনের কাজ শেষে আগামী মাসেই বিভিন্ন অনলাইন মাধ্যমে মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ফেড আউট”।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।