জুমবাংলা ডেস্ক : দেশে এখন করোনাভাইরাসের সঙ্গে ‘রাজনৈতিক দুর্যোগ’ চলছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অন্ধের হাতি দেখার মতো তার এই পর্যবেক্ষণ।
জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি।
বক্তব্যে পঁচাত্তরের খুনিদের উত্তরসূরিদের নিয়ে সতর্ক করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, তারা এখনও দেশে-বিদেশে ‘ষড়যন্ত্রের জাল’ বিস্তার করে রেখেছে। সুযোগ পেলেই ছোবল দেওয়ার অপেক্ষায় রয়েছে।
এ বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান রাখার পাশাপাশি পাপিয়ার মতো কেউ যেন আবার সংগঠনে ঢুকে না পড়ে সে বিষয়েও সতর্ক করেছেন তিনি।
বুধবার এক দলীয় আলোচনা সভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। দেশে এখন স্বাস্থ্যখাতের করোনাভাইরাস এবং রাজনৈতিক দুর্যোগ-এই দুই দুর্যোগ চলছে বলে মন্তব্য করেন তিনি।
তার ওই বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, “দেশে স্বাস্থ্যখাত আর রাজনীতিতে নাকি শুধু দুর্যোগই দেখতে পাচ্ছেন। আসলে দুর্যোগ তাদের মানসিকতায়। বিএনপির রাজনীতিতেই পারস্পরিক অবিশ্বাস আর হতাশার দুর্যোগ চলছে। আন্দোলনে, নির্বাচনে ব্যর্থ হয়ে তারা আছে গভীর হতাশায়।
“দেশের মানুষের সাথে যাদের সম্পর্ক নেই, সংকটে মানুষের পাশে না দাঁড়িয়ে তারা এখন স্বেচ্ছা গৃহবন্দি। মিডিয়ায় চিরাচরিত মিথ্যাচারই এখন তাদের একমাত্র কাজ। তারা দিনের আলোতেও আঁধার দেখে, পূর্ণিমায় দেখে অমাবশ্যার অমানিশা। অন্ধের হাতি দেখার মতো বিএনপি চারদিকে দুর্যোগ দেখতে পাচ্ছে।”
করোনাভাইরাস দ্রুত চলে যাবে- এমন আত্মতুষ্টিতে না ভুগে এই ভাইরাসকে সাথে নিয়ে চলতে মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, “বঙ্গবন্ধুকন্যা আছেন বলেই ১৫ অগাস্ট হত্যাকাণ্ডের বিচার হয়েছে। আদালতের রায়ে ফাঁসিতে ঝুলেছে আত্মস্বীকৃত খুনিরা। এখনও যারা লুকিয়ে আছেন বিভিন্ন দেশে, তাদেরও ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে, ইনশাল্লাহ।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।