
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানি জাতির বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও নজিরবিহীন অপরাধযজ্ঞ এখনও অব্যাহত রয়েছে। তিনি আজ (মঙ্গলবার) দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ কথা বলেন। খবর পার্সটুডে’র।
রুহানি আরও বলেন, তিন বছর ধরে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধের মধ্যে রয়েছি আমরা। সব বিশেষজ্ঞই এটা নির্দ্বিধায় স্বীকার করছেন যে, বিশ্বের অন্য যেকোনো দেশের বিরুদ্ধে এ ধরণের অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে ঐ দেশের অর্থনীতি ভেঙে পড়তো। তিন বছর ধরে আমরা এসব সমস্যা মোকাবেলা করে এসেছি।
ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা খাদ্যসহ মৌলিক চাহিদা মেটানোর ক্ষেত্রেও বাধা তৈরি করেছে। এটা ইতিহাসে আমেরিকার জন্য কলঙ্কজনক অধ্যায় হিসেবে থেকে যাবে। অবশ্য এখনও এই অপরাধ তৎপরতা অব্যাহত রয়েছে।
করোনাভাইরাস প্রসঙ্গে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে এ ধরণের সংকট এই প্রথম। প্রায় এক শতক আগে অর্থাৎ ১৯১৮ সালের পর একশ’ বছর পেরিয়ে গেছে। মানুষকে দীর্ঘকাল এ ধরণের মহামারির মোকাবেলা করতে হয়নি। এখন এটা গোটা বিশ্বের সমস্যায় পরিণত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।