আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের তাবুক প্রদেশের পাহাড়ি এলাকা আল জাবাল এবং আলকান তুষারে ঢাকতে শুরু করেছে। অঞ্চলটি ‘নতুন বছর’ এবং ‘পর্যটক’দের স্বাগত জানাতে প্রস্তুত।
স্থানীয় গণমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, নাগরিকরা আরও তুষারপাতের জন্য অপেক্ষা করছেন। আর সেটা আগামী কয়েক দিনের মধ্যে ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত তাবুক প্রদেশ। রাজধানী তাবুক শহর থেকে ২শ কিলোমিটার দূরে জর্ডান সীমান্তবর্তী পর্বতশ্রেণির মধ্যে অন্যতম একটি পর্বত জাবাল আল-লাওয়াজ। পর্বতটিতে বাদাম গাছ থাকায় এটিকে ওই নামে ডাকা হয়। বাদামকে আরবি ভাষায় ‘লাওয়াজ’ বলা হয়।
আরব নিউজের খবরে বলা হয়েছে, পর্যটকেরা তুষারপাতের জন্য অপেক্ষা করছেন। তুষারের মাত্রা আরও বাড়ার আগে তারা সেখানে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন। সেখানে গিয়ে তারা তাঁবু গাড়বেন।
সৌদি আলোকচিত্রী (ফটোগ্রাফার) ফাহাদ আল তারফায়ি তুষারপাতের এই উৎসব মিস করতে চাননি। তিনি জানান, রবিবার তুষারপাতের ওই এলাকায় গিয়েছিলেন। সেখানে তুষারপাত নিয়ে ডকুমেন্টিং করেন। তিনি বলেন, আরও বড় পরিসরে বরফ পড়বে। বর্তমান অবস্থাকে তিনি ‘আরম্ভ’ বলে উল্লেখ করেন।
ট্যুরিস্টগাইড আহমেদ আল ওমরানি বলেন, তুষারপাত কেবল রবিবার শুরু হয়েছে। এখনও স্বভাবসিদ্ধ মাত্রায় বরফ পড়া শুরু হয়নি। তবে তিনি জানান, আলকান অঞ্চল বরফে ঢেকে যেতে শুরু করেছে।
উল্লেখ্য, আলকান অঞ্চলে বরফ পড়া শুরু হয়েছে এক বছরের বেশি কিছু সময়। এটা সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ইউরোপীয়ানরাও এই অঞ্চলে ভ্রমণ শুরু করেছে।
অঞ্চলটির বাসিন্দা আওয়াল আল আতয়ি বলেন, তাদের এই অঞ্চল আকর্ষণীয় পর্যটন এলাকা। শীত মৌসুমে এখানে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নামে। মধ্য শীতে তাপমাত্রা মাঝারি থাকে। মনোরম দৃশ্য উপভোগ করতে পর্যটকেরা এখানে ভিড় করেন।
সূত্র: আরব নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।