বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ক্যামেরায় নতুনত্ব নিয়ে আসছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। আগামী বছরের শুরুতে অপো ফাইন্ড এক্স৬ সিরিজ বাজারে আসবে। নতুন এই সিরিজে থাকবে দুটি ফোন- ফাইন্ড এক্স৬ এবং ফাইন্ড এক্স৬ প্রো। ফোনের প্রাইমারি ক্যামেরায় তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকবে। জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ফোনের ক্যামেরার এই তথ্য ফাঁস করেছে।
তথ্য অনুসারে, অপো ফাইন্ড এক্স৬ প্রো ফোনের রিয়ার ক্যামেরায় থাকবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনযুক্ত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। পাশাপাশি ফাইন্ড এক্স৬ ফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।
পারফরম্যান্সের জন্য এতে থাকবে কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ২ প্রসেসর। ক্যামেরা ও প্রসেসর ব্যতীত ফোনের অন্য কোনো তথ্য জানা সম্ভব হয়নি।
দুই মাস আগে একই সিরিজের ফাইন্ড এক্স৫ প্রো বাজারে নিয়ে আসে অপো। ফোনের পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয় কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর।
৬.৭০ ইঞ্চি এই ফোনে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে। ১২ জিবি র্যামের ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ- অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনযুক্ত সনির ৫০ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। ফোনটি প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।