বিনোদন ডেস্ক : মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ সিনেমার আগেও বেশ কয়েকবার প্রস্তাব পেয়েছেন। কিন্তু অভিনয়ের বিষয়টি সিরিয়াসলি নেননি জেফার রহমান। বলেছেন, ‘আমি গানের মানুষ, সেই সূত্রে মিউজিক ভিডিওতে পারফর্ম করি– সেটা ভিন্ন বিষয়। কিন্তু কোনো চরিত্র নিজের মধ্যে ধারণ করে অভিনয়
করার কথা আদৌ ভাবিনি।’ কিন্তু এখন উলটপালট হয়ে গেছে জেফারের ভাবনার জগৎ।
মাত্র একটি সিনেমা তুলে ধরেছে তার ভিন্ন অবয়ব আর নতুন পরিচয়। তাই অগণিত শ্রোতার প্রিয় কণ্ঠশিল্পী এখন প্রিয় অভিনেত্রীদেরও একজন। নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ওঠে আসা নতুন পরিচয় নিয়ে জেফার শুধু আলোচনায় আসেনি, একই সঙ্গে জয় করেছেন অগণিত দর্শক হৃদয়। চঞ্চল চৌধুরীর মতো নন্দিত অভিনেতার বিপরীতে তাঁর সাবলীল অভিনয় দর্শক মনোযোগ কেড়ে নিয়েছে। তা নিয়ে চলছে জেফার বন্দনা।
এখন কথা হলো, অভিষেক সিনেমা দিয়ে দর্শক প্রশংসা কুড়ালো জেফার কী আদৌ অভিনয় নিয়মিত হবেন? নাকি শখের বসে একটি কাজ করেছেন বলে আর কখনও অভিনয় জগতে পা রাখবে না?
উত্তরে জেফার বলেন, ‘কদিন আগেও হয়তো এমন প্রশ্নের জবাব দেওয়া কঠিন ছিল। এখন মনে হচ্ছে, অবচেতন মনে এটাই চাওয়া ছিল যে, পর্দায় নানারূপে নানা চরিত্রে নিজেকে তুলে ধরি। দর্শকের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পর অন্যরকম এক ভালো লাগায় মন ভরে গেছে। একই সঙ্গে বেড়ে গেছে অভিনয়ের ক্ষুধা। যাদের জীবন কাছ থেকে দেখা হয়নি, মনের গহিনের মানুষটি কেমন জানার সুযোগ পাইনি, তেমনই কিছু চরিত্রের সঙ্গে মিশে গিয়ে জীবন ভ্রমণের ইচ্ছা বেড়েই চলেছে। যা শুধু অভিনয়ের মধ্য দিয়েই সম্ভব। তাই যখনই ভালো ও ব্যতিক্রমী গল্প, চরিত্রে অভিনয়ের সুযোগ পাব, দাঁড়িয়ে যাব ক্যামেরার সামনে। এখনও সেই সুযোগের জন্যই প্রহার গুনছি। যাতে করে পরিণত অভিনয়শিল্পী হয়ে উঠতে পারি।’
রোমান্সে পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
জেফারের এই কথা থেকে বোঝা গেল, তাঁর অভিনয়ের ক্ষুধা কতটা বেড়ে গেছে। এখন কথা হলো, অভিনয়ের জন্য কণ্ঠশিল্পী জেফারকে হারিয়ে যাবেন না তো? এ প্রশ্নে জেফার হেসে বলেন, যে গানের সূত্র ধরে নতুন পরিচয় তুলে ধরার সুযোগ পাওয়া, সেই গান থেকে দূরে সরে থাকা অসম্ভব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।