আন্তর্জাতিক ডেস্ক: একশত সাত দিন পর গতকাল শুক্রবার প্যারিস জলবায়ু চুক্তিতে আবারো যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর গার্ডিয়ান’র।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চুক্তিটির গুরুত্ব না দিলেও জো বাইডেন প্রশাসন তাতে গুরুত্ব দেবেন বলে মনে করছেন বিশ্ব নেতারা।
২০১৫ সালের ডিসেম্বরে প্যারিসে কপ ২১ নামের এক সম্মেলনে জলবায়ু চুক্তির ব্যাপারে সম্মত হন বিশ্বনেতারা। ওই চুক্তির অধীনে বিশ্বের উষ্ণতা বৃদ্ধির হার দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
আর সেই চুক্তিতে স্বাক্ষর করে দু’শ দেশ। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা এবং ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।
২০২০ সালের ৪ নভেম্বর ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ার বিষয়টি কার্যকর হয়। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে চুক্তিতে ফেরত গেলো যুক্তরাষ্ট্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।