জুমবাংলা ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কটময় পরিস্থিতির বিবেচনায় দীর্ঘ আড়াই মাস বন্ধ ছিল দেশের অন্যতম সেরা শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। অবশেষে শুক্রবার খোলা হয়েছে এই মার্কেট।
এ বিষয়ে বসুন্ধরা ডেভেলপমেন্ট লিমিটেডের এইচআর ডিপার্টমেন্টের সিনিয়র জেনারেল ম্যানেজার মেজর মোস্তাক রেজা বলেন, ‘মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে দুই মাস ১৬ দিন বন্ধ থাকার পর আজ থেকে শপিং মল খোলা হয়েছে।’
তিনি আরও জানান, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তরের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে শপিংমল খোলা হয়েছে। প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিও বেশ ভালো। তবে স্বাস্থ্যবিধি পরিপালনে আগত দর্শণার্থীদের কিছুটা অনীহা থাকলেও মার্কেট কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে।
প্রসঙ্গত, করোনার প্রাদুর্ভাবের কারণে গত ২৬ মার্চ থেকে বন্ধ দেশের অন্যতম বড় এই শপিং কমপ্লেক্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।