জুমবাংলা ডেস্ক : লকডাউন শিথিল করায় পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের নিজস্ব বাসে করে বাড়ি পৌঁছানোর সিদ্ধান্ত স্থগিত করায় বিক্ষোভ সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। অবশেষে শিক্ষার্থীদের কয়েকঘন্টা অবস্থান কর্মসূচীতে তোপের মুখে পূর্বের সিদ্ধান্তই বহাল রাখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে গণপরিবহন খুলে দেয়ায় আগের রুট কমিয়ে দিয়ে ঢাকা, রংপুর ও খুলনা রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ১৫ জুলাই থেকে বাস সার্ভিস চালু হবে যা চলবে ১৬,১৭ জুলাই পর্যন্ত। এর আগে, এর আগে প্রশাসনের সিদ্ধান্তে মঙ্গলবার সকালে চারটি জেলার উদ্দেশে বিশ্ববিদ্যালয় থেকে বাস ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে সোমবার (১২ জুলাই) শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত স্থগিত করে প্রশাসন।
হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেয়ায় বেলা সাড়ে ১০টায় ক্যাম্পাসে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা সেই সাথে প্রশাসন ভবনে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। উল্লেখ্য, গত ৩ জুন আবাসিক হলসমূহ বন্ধ রাখার শর্তে সশরীরে স্থগিত হওয়া পরীক্ষা নেয়া সিদ্ধান্ত নিয়েছিলো রাবি প্রশাসন। স্থগিত হওয়া পরীক্ষা সমূহ গত ২০ জুনের পর থেকেই শুরু হচ্ছে সেই সাথে ২০ জুনের পর ২০১৯ সালের স্থগিত পরীক্ষা সমূহ, আগামী ৪ জুলাই এর পর ২০২০ সালের পরীক্ষা সমূহ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।