ফ্লোরিয়ান ভার্টজের দীর্ঘ অপেক্ষার অবসান হলো অবশেষে। লিভারপুলের জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন তিনি। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়ে লিগ টেবিলে আপাতত শীর্ষ চারে জায়গা করে নিল আর্না স্লটের দল।
অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। তাদের এগিয়ে নিয়েছিলেন রায়ান গ্রাভেনবার্চ।
শিরোপা ধরে রাখার অভিযানে আসরে প্রথম পাঁচ ম্যাচের সবকটি জয়ের পর পথ হারিয়ে ফেলেছিল লিভারপুল। দারুণ সেই শুরুর পর, এই প্রথম লিগে টানা তিন ম্যাচ জিততে পারল তারা। ১৮ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে লিভারপুল। সমান ম্যাচে ১৬টি হেরে স্রেফ ২ পয়েন্ট নিয়ে তলানিতে উলভারহ্যাম্পটন।
বল দখলে লিভারপুলের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও, আক্রমণে উলভারহ্যাম্পটন খুব একটা কম যায়নি। তাদের ৯ শটের ৪টি লক্ষ্যে ছিল। লিভারপুল ১৪ শটের ৪টি লক্ষ্যে রাখতে পারে। প্রথমার্ধের শেষ দিকে পরপর দুই মিনিটে দুই গোল করে এগিয়ে যায় লিভারপুল।
৪১তম মিনিটে বক্সে ইয়েরেমি ফ্রিম্পংয়ের কাট-ব্যাকে বল পেয়ে নিচু শটে ডেডলক ভাঙেন গ্রাভেনবার্চ। পরের মিনিটে উগো একিটিকের থ্রু বল বক্সে নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে জালে পাঠান ভার্টজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



