বিনোদন ডেস্ক: দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। যার অভিধানে হেরে যাওয়া নেই। বিরল রোগ মায়োসাইটিসের কবলে পড়েও কাজ থেকে সরে দাঁড়াননি দক্ষিণী এই অভিনেত্রী।
দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে প্রায় ১৩ বছর কাটিয়ে ফেলেছেন। তবে কোনোকিছুর জন্যই পেশাদার জীবনকে অবহেলা করতে চান না তিনি। যত কাবু হয়েছেন তত কাজও করেছেন। ঘৃণা নয়, বরং ভালোলাগা দিয়ে মনকে আচ্ছন্ন করতে চান তিনি। অবশেষে এক বছর মায়োসাইটিসের সঙ্গে লড়াইয়ের পর মুখ খুললেন সামান্থা।
অভিনেত্রীর দাবি, এটি এসে তার জীবন বদলে দিয়েছে। নিজেকে পরীক্ষার মুখে ফেলতে পেরেছিলেন তিনি। তাতে আরও শক্তিশালী হয়ে উঠেছেন। অসুস্থতাকে হার মানিয়েই ‘সিটাডেল’ সিরিজের শুটিং শেষ করেছিলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে সামান্থা লিখেছেন- এক বছর হয়ে গেল রোগটি ধরা পড়ার। আমি এখন নতুন জীবনে মানিয়ে নিয়েছি। নুন খাওয়া যাবে না, চিনিও না! তার বদলে একগাদা ওষুধ দিয়েই পেট ভরাচ্ছি।
তিনি আরও বলেন, হঠাৎ করে সবকিছু বন্ধ করে দিয়ে অন্য নিয়মে অভ্যস্ত হচ্ছে আমার শরীর। মানসিক টানাপোড়েনেও বিধ্বস্ত হয়েছি।
সামান্থার ভাষায়, এই একটা বছর আমায় শিখিয়েছে, সবসময় পথ মসৃণ হয় না। খারাপ থাকাটাও স্বাভাবিক, সেটাকে মেনে নিতে শিখেছি। শিখেছি লড়াকু হতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।