আন্তর্জাতিক ডেস্ক : বিয়ে করতে চলেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের বড় মেয়ে জেনিফার গেটস। সম্প্রতি এঙ্গেজমেন্টের ঘোষণা দিয়েছেন তিনি। হবু স্বামী মিশরীয় ঘোড়দৌড়বিদ নায়েল নাসের।গত বুধবার (২৯ জানুয়ারি) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বরফাচ্ছাদিত স্থানে দু’জনের ঘনিষ্ঠ একটি ছবি পোস্ট দিয়ে জেনিফার (২৩) তার এঙ্গেজমেন্টের খবর জানান। পোস্টে তিনি লেখেন,‘নায়েল নাসের, তুমি অনন্য। এই ছুটিতে তুমি আমায় সবচেয়ে অর্থপূর্ণ একটি জায়গায় এনে আমাকে অবাক করে দিলে, যা আমাদের অনেক যৌথ স্বপ্নেরও অতীত। বাকি জীবনটা আরো শেখা, বড় হওয়া, হাসি-আনন্দ আর ভালোবাসার মধ্য দিয়ে কাটিয়ে দেয়ার আশায় আমার আর ত্বর সইছে না।’ লেখার পরে একটি আংটির ইমোজিও দিয়েছেন জেনিফার।
আরো দুটি ছবি পোস্ট করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নাসের লিখেছেন, সে হ্যাঁ বলেছে!! হবু স্ত্রীর সঙ্গে ছবির ক্যাপশনে তিনি লেখেন, এই মুহূর্তে নিজেকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান (সুখী) মানুষ বলে মনে হচ্ছে। জেন, আমি যতোদূর কল্পনা করতে পারি, তার সবকিছু তুমি…এবং আরো বেশি কিছু। তোমার সঙ্গে জীবন কাটাবো বলে আর দেরি সইছে না। তোমাকে ছাড়া আর নিজেকে কল্পনা করতে পারছি না। ‘প্রত্যেকটি দিন স্বপ্নের মতো সাজিয়ে তোলার’ জন্য হবু স্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন নাসের।
মিশরে জন্ম নেয়া নাসের বড় হোন কুয়েতে। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দু’জনের পরিচয় হয়। দু’জনেরই ঘোড়দৌড়ের প্রতি ভালোবাসা তাদের কাছকাছি আনে।
প্রায় ৬০ বছর পর ২০২০ সালের অলিম্পিকের (টোকিয়ো) চূড়ান্ত পর্বে মিশরের জায়গা করে নেয়ার পেছনে নাসেরের অনন্য ভূমিকা আছে। আর বর্তমান বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী বিল গেটসের কন্যা জেনিফারও অংশ নিয়েছেন বিভিন্ন পেশাদার ঘৌড়দৌড় প্রতিযোগিতায়।
জেনিফারের এই এঙ্গেজমেন্ট বেজায় খুশি বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস। আংটি বদলের খবরে অভিনন্দনের জোয়ারে ভাসছেন জেনিফার-নাসের যুগল। বিল গেটস নিজে মেয়ের ছবিতে কমেন্ট করেছেন, ‘আমি একেবারে বিস্মিত। শুভেচ্ছা তোমাদের।’ মেলিন্ডা তার ইনস্টাগ্রাম স্টোরিতে মেয়ের ছবি শেয়ার করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।