বিনোদন ডেস্ক: ‘বলিউড আমাকে প্রাপ্য পারশ্রমিক দিতে পারবে না। তাই অযথা বলিউডের ছবিতে কাজ করে সময় নষ্ট করার কোনও মানেই হয় না।’ Major-এর ট্রেলার লঞ্চে এসে বলিউড সম্পর্কে এই রকমই বিস্ফোরক মন্তব্য করেছিলেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু (Mahesh Babu)। এবার নাকি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই ডেবিউ করতে চলেছেন এই দক্ষিণী সুপাস্টার। ইন্ডাস্ট্রির ভেতরের গুঞ্জন, খুব শীঘ্রই নাকি হিন্দি ছবির জগতে পা রাখতে চলেছেন মেজর-এর অভিনেতা মহেশ বাবু। দক্ষিণের বিশিষ্ট পরিচালক এসএস রাজামৌলির নতুন ছবির হাত ধরেই বলিউডে এন্ট্রি নিতে চলেছেন দক্ষিণী তারকা মহেশ বাবু।
বলিউডলাইফের সূত্র বলছে হিন্দি ছবির জগতে আসতে চলেছে বিরাট ধামাকা। বাহুবলীর পরিচালক এসএস রাজামৌলির নির্দেশনায় হিন্দি ছবির দর্শকের দরবারে নিজেকে মেলে ধরবেন মহেশ বাবু। হিন্দি ছবির দুনিয়ায় পা রাখার জন্যই কী মহেশ বাবু অভিনীত Sarakaru Vaari Paata হিন্দিতে ডাবিং করা হয়নি? Trivikram পরিচালিত মহেশ বাবুর পরবর্তী ছবি SSMB28-ও কী একই কারণে হিন্দিতে মুক্তি পাবে না?
হিন্দি ছবির দর্শকের কাছে দক্ষিণী তারকাদের অভিনয় বরাবরই বেশ প্রাধান্য পায়। দক্ষিণী ছবির ডাবিং বলিউডের বক্স অফিসে একেবারে জমিয়ে ব্যবসা করে। বাহুবলী থেকে শুরু করে ‘Bahubali 2’, ‘RRR’, ‘KGF Chapter 2’-এর সাফল্যই তার প্রকৃষ্ট উদাহরণ। শুধু সিনেমাই নয়, দক্ষিণী তারকারাও বলিউডের ক্রাশ। মেজর-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলিউডে কী কাজ করতে চান?
সেই প্রশ্নের উত্তরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে সাফ বলেন, ‘আমায় যোগ্য পারিশ্রমিক দিতেই পারবে না’। বলিউড থেকে বেশ কিছু ছবির প্রস্তাব এসেছিল তাঁর কাছে। কিন্তু পারিশ্রমিকের বিষয়টিকে সমনে রেখেই সেই সকল প্রস্তাব প্রত্যাখান করেছিলেন। বলিউডে কাজ করে নিজের সময় নষ্ট মোটেই করতে চান না বলে মন্তব্য করেছিলেন এই দক্ষিণী মেগাস্টার।
দক্ষিণী ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতার তালিকায় উঠে আসে মহেশ বাবুর নাম। তেলুগু মূল ধারার ছবিতে মহেশ বাবুর অভিনয় মুদ্ধ করে দর্শককে। আগামী দিন OTT প্ল্যাটফর্মে তিনি কাজ করবেন কিনা সেই প্রসঙ্গেও জানতে চাওয়া হয় তাঁর কাছে। সেই প্রশ্নের উত্তরে মহশ বাবু জানান, এই মুহূর্তে বড় পর্দাতেই কাজ করবেন। আপাতত OTT প্ল্যাটফর্ম নিয়ে কোনও পরিকল্পনা নেই।
তিনি দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত থাকতে চান। এই ইন্ডাস্ট্রি থেকে তিনি যে সম্মান ও প্রাপ্য পারিশ্রমিক পান সেটি ছেড়ে অন্য কোনও ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করতে চান না। তবে শেষ পর্যন্ত বলিউড দর্শকের মহেশ বাবু দর্শন হয় কিনা এখন সেটাই দেখার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।