Huawei এর কাঙ্খিত Mate 50 Pro স্মার্টফোনটি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি স্মার্টফোনটির বেঞ্চমার্ক করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান চিপসেট দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে।
Geekbench ওয়েবসাইটটি এই কাঙ্খিত স্মার্টফোনটির Benchmark রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টে দেখা যায় স্মার্টফোনের সিঙ্গেল কোর পারফরম্যান্স ১২৬৬ এবং মাল্টিকোর পারফরম্যান্স ৩৯৮৮।
আগ্রহী ক্রেতারা সন্তুষ্ট থাকতে পারে কারণ অক্টা কোর প্রসেসর দ্বারা স্মার্টফোনটি চালিত হবে। পাশাপাশি এর জন্য এড্রেনো ৭৩০ গ্রাফিকস কার্ড থাকছে হ্যান্ডসেটটির মধ্যে। জনপ্রিয় অপারেটিং সিস্টেম হারমোনি ৩.০ এর সব ধরনের ফিচারই অন্তর্ভুক্ত থাকবে।
কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হবে কিনা এ বিষয়টি এখনো কনফার্ম না করলেও প্রযুক্তিপ্রেমীরা আশা করছেন এর ভিন্ন কোন কিছু ঘটবে না।
সেপ্টেম্বরের 28 তারিখে ভারতের মার্কেটে স্মার্টফোনটি রিলিজ হতে চলেছে। স্মার্টফোনটির ডিসপ্লে হবে ৬.৭৪ ইঞ্চি বিশিষ্ট ওএলইডি প্যানেলের। আর Ram নিয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ এর দুইটি ভ্যারিয়েন্ট বাজারে থাকবে।
তিনটি ক্যামেরার লেন্স এর অস্তিত্ব থাকবে হ্যান্ডসেটের মধ্যে। প্রথমটি হবে 50 মেগাপিক্সেল, দ্বিতীয়টি হবে ৬৪ মেগাপিক্সেল এবং তৃতীয়টি হবে ১৩ মেগাপিক্সেল। পাশাপাশি 4k এবং ১০৮০পি রেজুলেশন এ আপনি ভিডিও করার অপশন পাবেন।
Huawei এর মোবাইলে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইনস্টল করা থাকবে। ৪৭০০ মেগাহার্জের ব্যাটারি দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে এবং ৬৬ ওয়াটার ফাস্ট চার্জিং ফিচারও থাকছে।
বাংলাদেশে স্মার্টফোনটির সম্ভাব্য দাম হবে ৯৪ হাজার টাকা এবং ভারতে ৭৮ হাজার রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।