বিনোদন ডেস্ক : কথা হচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও এসভিএফের। একটা সময় এসভিএফের ছবি মানেই শুভশ্রী। আর সেই ছবি রিলিজ মানেই সুপারহিট। মাঝে ব্যক্তিগত সমস্যা, সম্পর্কে উথালপাথালের কারণে এসভিএফের সঙ্গে শুভশ্রী যে আর কাজ করেননি এ কথা ইন্ডাস্ট্রির বাইরেও সকলেই জানেন।
১৩টা বছর— প্রায় একযুগ। মুখের কথা নয়। ১৩ বছর ধরে চলছিল ঠাণ্ডা লড়াই। লড়াই সূত্রপাত ঠিক কোথা থেকে তা খুঁজতে গেলে কেউটেও বেরিয়ে আসতে পারে। অভিমান-অনুযোগের বরফ গলেছিল গত বছরই। অবশেষে মিটল সবটা। যে প্রযোজনা সংস্থার হাত ধরেই পেয়েছিলেন পরিচিতি সেই প্রযোজনা সংস্থার ‘ঘরের মেয়ে’ আবার ফিরল ঘরে। কথা হচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও এসভিএফের। একটা সময় এসভিএফের ছবি মানেই শুভশ্রী। আর সেই ছবি রিলিজ মানেই সুপারহিট। মাঝে ব্যক্তিগত সমস্যা, সম্পর্কে উথালপাথালের কারণে এসভিএফের সঙ্গে শুভশ্রী যে আর কাজ করেননি এ কথা ইন্ডাস্ট্রির বাইরেও সকলেই জানেন। ওই প্রযোজনা সংস্থা থেকে এ যাবৎ তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘রোমিও’। অবশেষে সবটা মিটল হাসিমুখেই।
এক নয়, দুই দুইটি ছবি সই করে এসভিএফের সঙ্গে নতুন সম্পর্কে শিলমোহর দিলেন এই নায়িকা। প্রথম ছবিটির পরিচালক তাঁর স্বামী রাজ চক্রবর্তী। যে ছবি তিনি ছাড়াও আছে অনসূয়া মজুমদার, মিঠুন চক্রবর্তী থেকে শুরু সোহিনী সেনগুপ্তরা। দ্বিতীয় ছবিটিতে শুভশ্রীকে পরিচালনা করবেন দেবালয় ভট্টাচার্য। যার ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর মধ্যে দিয়ে ওয়েব সিরিজ দুনিয়ায় পা রেখেছিলেন শুভশ্রী। সম্পর্কের শীতলতা মিটেছে আগেই। আগামী দিনে ছবিগুলি কতটা হিট হয়, এখন শুধু সেটিই দেখার।
গত বছর নভেম্বরে দ্বিতীয় বার মা হয়েছেন শুভশ্রী। সন্তানের মুখ তিনি এখনও দেখাননি। যদিও ইউভান অর্থাৎ তাঁর প্রথম সন্তান জন্মের পর কিন্তু এতটাও গোপনীয়তা বজায় রাখতে দেখা যায়নি শুভশ্রীকে। প্রথম দিনেই রাজ শেয়ার করেছিলেন ছবি। সে যাই হোক, আপাতত রাজের পরিচালনায় ‘বাবলি’র শুটিংয়ে ব্যস্ত শুভশ্রী। একই সঙ্গে সামলাচ্ছেন সংসার ও কাজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



