অবসরের বিষয়ে যা বললেন মেসি

অবসর নিয়ে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার হয়ে ফুটবল বিশ্বকাপ জেতার পর লিওনেল মেসি জানালেন, এখনই তিনি জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন না। আগের মতোই খেলা চালিয়ে যাবেন।
অবসর নিয়ে যা বললেন মেসি
টিওয়াইসি স্পোর্টসকে ম্যাচ শেষে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘না, আমি জাতীয় দল থেকে এখনই অবসরে যাচ্ছি না। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবেই আমি আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যেতে চাই।’

যদিও বিশ্বকাপে আর মেসিকে দেখা যাবে কিনা, সেই প্রশ্নের জবাবটা অনেকটা জানা হয়েই গেছে। মেসিও বলেছেন, এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ।

তবে বিশ্বকাপ জয় করেই জাতীয় দলকে বিদায় বলছে না মেসি সেটা নিশ্চিতভাবেই তিনি জানিয়েছেন।

চলতি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মেসি বিশ্বকাপের সাথে গোল্ডেন বলটাও নিজের করে নিয়েছেন।

সৌদি কোচের কথাই হল সত্য