Advertisement
স্পোর্টস ডেস্ক : টেস্ট থেকে অঘোষিত বিদায় নিয়েছেন বলা চলে। ছেড়েছেন টি-টোয়েন্টি। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডে অবসর নিয়ে জল্পনাকল্পনার শেষ নেই। কদিন আগেই জাতীয় দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন মাশরাফিকে অবসর নিতে বলেছেন। মাশরাফিকে দীর্ঘদিনের অভিজ্ঞতা অন্যভাবে তরুণ ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি করতে বলেছেন গিবসন।
রবিবার (২৪ মে) মাশরাফি বলেছেন, ‘কোচ-নির্বাচকরা তাঁদের মতো পরিকল্পনা করবেন, এটাই স্বাভাবিক। এখানে আলাদাভাবে কিছু বলার আছে বলে মনে করি না। আমি যেহেতু অবসর নিইনি, আমি আমার চেষ্টা করব। দল নির্বাচন নিয়ে তো আমার কথা বলার অধিকার নেই। সেটা নিয়ে আমি বলতেও চাই না। তাঁরা তাঁদের পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন, আমি আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করব এটাই স্বাভাবিক।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।