জুমবাংলা ডেস্ক : রেড জোন নিয়ে জনমনের বিভ্রান্তি কাটেনি এখনও। যার অবসান হতে পারে রাতে। ঘণ্টাখানেক পর বৈঠকে বসছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, ঢাকার দুই মেয়র ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। সেতুমন্ত্রী জানিয়েছেন, সময়ের সাথে দূর হবে মানুষের সংশয়।
গত কয়েক দিন সারাদেশে আলোচনার বড় উপলক্ষ্য রেডজোন আর লকডাউন। সংক্রমণের হার অনুযায়ী দেশকে তিন রঙে অর্থাৎ রেড, ইয়েলো ও গ্রীন জোনে ভাগ করার সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে তা নিয়ে সংশয়ে মানুষ।
যদিও রাজধানীর যেসব এলাকার প্রবেশমুখে গেট আছে, সেগুলো মার্চের মাঝামাঝি থেকেই বন্ধ। এতে স্বস্তিতে এলাকাবাসী।
এমন পরিস্থিতিতে পরীক্ষামূলক লকডাউন এলাকা, পূর্ব রাজাবাজার পরিদর্শনে যান স্থানীয় সরকার মন্ত্রী ও ঢাকা উত্তরের মেয়র। মন্ত্রী জানান সমন্বিত সভার মাধ্যমে সিদ্ধান্ত হবে রেড জোন নিয়ে। আর তা হলেই বাস্তবায়ন করবে সিটি করপোরেশন।
যদিও লকডাউন কার্যকর হবার আটদিন পর সংক্রমণ বেড়েছে রাজাবাজারে। আগে ছিলো ৩৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২৪ জন। পরীক্ষা করা হয়েছে ১৩২জনের।
লকডাউন বিভ্রান্তি নিয়ে সেতুমন্ত্রী এবং তথ্যমন্ত্রী জানিয়েছেন সময়ের সাথে দূর হবে মানুষের সংশয়।
শতাধিক দিন পার করেও বাংলাদেশে করোনা সংক্রমণ উর্ধ্বমুখী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।