২০২৩ সালের মাঝামাঝি সময়ে Samsung Galaxy S23 সিরিজ এর স্মার্টফোন বাজারে আসার কথা রয়েছে। স্যামসাং এর জন্য এ সিরিজের হ্যান্ডসেট বেশ গুরুত্বপূর্ণ। তবে Samsung Galaxy S24 এ কিছু নজরকাড়া ফিচার আসতে পারে যা নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
২০২৪ সালের পূর্বে Samsung Galaxy S24 মার্কেটে আসার কোন সম্ভাবনা নেই। Wifi 7.0 টেকনোলজি দেওয়া থাকবে। এখনো পর্যন্ত কোন স্মার্টফোনেই এতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়নি। এ
খন হাই-এন্ড স্পেসিফিকেশন আছে এরকম হ্যান্ডসেটে Wifi 6.0 ইন্সটল করা থাকছে। পুরোনো বা কমদামি ফোনে Wifi এর পুরাতন ভার্সন ইন্সটল করা আছে।
তবে স্মার্টফোনে যে প্রযুক্তিই ব্যবহার করা হোক না কেনো Wifi নিয়ে গবেষণা থেমে থাকবে না। সম্ভবত Samsung Galaxy S24 হবে প্রথম স্মার্টফোনে যেখানে Wifi 7.0 টেকনোলজি দেওয়া থাকবে। প্রযুক্তিপ্রেমীরাও আশা করছে স্যামসাং এ দারুন ফিচার তাদের মোবাইলে অন্তর্ভুক্ত করছে।
Samsung Galaxy S24 স্মার্টফোনের ৩টি ভ্যারিয়েন্ট থাকতে পারে। Galaxy S24, S24+ ও S24 Ultra হ্যান্ডসেট। তবে ধারণা করা হচ্ছে যে Samsung Galaxy S23 সিরিজের স্মার্টফোনে খুব বেশি আপগ্রেড থাকবে না।
Wifi 6.0 থেকে Wifi 7.0 ২.৪ গুণ বেশি স্পিড বজায় রাখতে সক্ষম। এটি ৩৩ গিগাবাইট পার সেকেন্ড স্পিড এ কাজ করতে সক্ষম। 2.4 GHz, 5 GHz, ও 6 GHz ফ্রিকুয়েন্সিতে কাজ করতে সক্ষম Wifi 7.0 টেকনোলোজি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।