Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home অবৈধ বাংলাদেশিদের ফেরাতে কানাডার সঙ্গে সমঝোতা হচ্ছে
    জাতীয়

    অবৈধ বাংলাদেশিদের ফেরাতে কানাডার সঙ্গে সমঝোতা হচ্ছে

    Tomal NurullahMarch 24, 20253 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : কানাডায় বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরানোর প্রক্রিয়া সহজ ও সুশৃঙ্খল করতে অটোয়ার সঙ্গে ঢাকার একটি সমঝোতা সই হতে যাচ্ছে। এজন্য কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। এই এসওপির আওতায় উভয় দেশ নাগরিকত্ব যাচাই ও প্রত্যাবর্তন প্রক্রিয়ার একটি কাঠামো নির্ধারণ করেছে। যার আওতায় অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরাতে বিমান ভাড়া দেবে কানাডা। ৪ ধরনের অবৈধ অভিবাসী বাংলাদেশে এই সুযোগ গ্রহণ করতে পারবে। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই এসওপির বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত নিয়েছে।

    এসওপি অনুযায়ী যে ৪ ধরনের অবৈধ বাংলাদেশি দেশে ফেরার সুযোগ পাবে তাদের মধ্যে রয়েছে, যাদের বাংলাদেশি নাগরিক হিসেবে সন্দেহ করা হচ্ছে বা প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে, যাদের কানাডায় থাকার কোনো বৈধ অধিকার নেই, যারা নির্বাসনের নির্দেশ পেয়েছে এবং প্রশাসনিক ও বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার পরও কানাডায় অবস্থান করছে এবং যাদের কাছে বৈধ ভ্রমণ নথি নেই।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমাদের সময়কে বলেন, এই এসওপি কোনো আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা তৈরি করবে না; বরং এটি নিরাপদ ও নিয়মিত অভিবাসন প্রবাহ নিশ্চিত করার জন্য একটি কাঠামো হিসেবে কাজ করবে।

    বাংলাদেশি নাগরিকত্ব যাচাই ও ভ্রমণ নথি প্রদান : কানাডায় অবস্থানরত ব্যক্তিদের নাগরিকত্ব নিশ্চিত করতে বাংলাদেশের দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন নথি যাচাই করবে। যাদের কাছে বৈধ পরিচয়পত্র রয়েছে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি কর্তৃক প্রদত্ত বাংলাদেশি পাসপোর্ট বা স্মার্ট জাতীয় পরিচয়পত্র যাচাই করা হবে। নথির সত্যতা প্রমাণিত হলে ১০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে জরুরি ভ্রমণ নথি ইস্যু করা হবে।

    যাদের কাছে পাসপোর্টের ফটোকপি রয়েছে : কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি যদি বাংলাদেশি মেশিন রিডেবল পাসপোর্টের ফটোকপি সরবরাহ করে, তবে তা যাচাই করে ১০ কার্যদিবসের মধ্যে ভ্রমণ নথি প্রদান করা হবে। এ ছাড়া যদি কোনো ব্যক্তি তার পরিচয় নিশ্চিত করতে না পারে, তবে কূটনৈতিক বা কনস্যুলার প্রতিনিধির মাধ্যমে সাক্ষাৎকারের ব্যবস্থা করা হবে।

    ব্যক্তিগত তথ্য ও নিরাপত্তা ব্যবস্থা : কানাডা কর্তৃপক্ষ নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশের কূটনৈতিক মিশনে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, পিতা-মাতা ও জীবনসঙ্গীর নাম, স্থায়ী ঠিকানা, ছবি, প্রয়োজন হলে ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে। এই তথ্য শুধুমাত্র এসওপি বাস্তবায়নের জন্য ব্যবহার করা হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ প্রশাসনিক, প্রযুক্তিগত ও শারীরিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই এই তথ্য দেখতে পারবে এবং তথ্য ফাঁস রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এসওপি অনুযায়ী, ইস্যুকৃত জরুরি ভ্রমণ নথি ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকবে এবং প্রয়োজন হলে এটি পুনরায় ইস্যু করা যাবে। দেশে ফেরানোর জন্য প্রত্যাবর্তনের জন্য সব পরিবহন খরচ বহন করবে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি। ফেরত পাঠানো ব্যক্তিদের জন্য বাণিজ্যিক ফ্লাইট বা বিশেষ চার্টার্ড ফ্লাইট ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। চার্টার্ড ফ্লাইটের ক্ষেত্রে প্রতি রাতে সর্বোচ্চ ৫০ জন অননুমোদিত বাংলাদেশি ফেরত পাঠানো যাবে।

    কূটনৈতিক যোগাযোগ ও তদারকি : কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি ও বাংলাদেশি কর্তৃপক্ষের মধ্যে সরাসরি যোগাযোগের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি তালিকা বিনিময় করা হবে। প্রয়োজনে এই তালিকা ক্ষণে ক্ষণে হালনাগাদ করা হবে। এসওপির কার্যকারিতা পর্যবেক্ষণ ও উন্নত করার জন্য ৬ মাস অন্তর যৌথ বৈঠকের আয়োজন করা হবে। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি এবং কানাডায় বাংলাদেশের কূটনৈতিক ও কনস্যুলার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

    এসওপি অনুযায়ী, যেসব বাংলাদেশি কানাডায় আটক রয়েছেন, তাদের কূটনৈতিক মিশনের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হবে। বাংলাদেশের প্রতিনিধি দল তাদের পরিচয় যাচাই করতে সরাসরি কানাডায় গিয়ে সাক্ষাৎকার নিতে পারবেন এবং এ সংক্রান্ত ভ্রমণ ব্যয় কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি বহন করবে।

    এসওপির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আমাদের সময়কে বলেন, অনেক দেশের সঙ্গেই আমাদের এ ধরনের সমঝোতা (এসওপি) রয়েছে। এটি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। কানাডার সঙ্গে এ ধরনের কোনো সমঝোতা হচ্ছে কিনা আমাকে জানতে হবে।

    দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কানাডায় কয়েকশ বাংলাদেশি অবৈধ অভিবাসী রয়েছে। এদের মধ্যে কাউকে কাউকে আটক রাখা হয়েছে। আর যারা আটক হয়নি তাদের রাখা হয়েছে বিশেষ নজরদারিতে। এসওপি সই হওয়ার পর পর্যায়ক্রমে তাদের দেশে ফেরত পাঠাবে কানাডা সরকার।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় অবৈধ কানাডার ফেরাতে বাংলাদেশিদের সঙ্গে সমঝোতা হচ্ছে
    Related Posts
    মারিয়া কোরিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

    নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা

    October 11, 2025
    লিবিয়া থেকে দেশে ফিরলেন বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি

    October 11, 2025
    কখন ফিরছেন শহিদুল আলম

    কখন দেশে ফিরছেন শহিদুল আলম? জানাল সরকার

    October 10, 2025
    সর্বশেষ খবর
    গুগল পিক্সেল 9

    এ বছরের সেরা ক্যামেরা ফোন, কোনটি আপনার জন্য পারফেক্ট দেখে নিন

    MTG Teenage Mutant Ninja Turtles

    MTG Teenage Mutant Ninja Turtles Set Confirmed: Everything We Know Ahead of 2026 Launch

    nyt connections hints

    NYT Connections Hints for October 11: Today’s Full Puzzle Answers and Solutions for #853

    afgan

    আফগানিস্তানে দূতাবাস চালু করলো ভারত

    সালমান খান

    সালমান খান যেসব নায়িকাদের ইচ্ছামত ভোগ করে দূরে ঠেলে দিয়েছেন

    মা হতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ

    মা হতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ, যে বার্তা দিলেন দেবর

    ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর গুজব

    গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াস কাঞ্চনের ছেলে জয়ের

    শ্রাবন্তী

    ১৬ বছরের যুবতীকেও হার মানাবেন শ্রাবন্তী

    ইউএসএস নিমিৎজ

    ইউএসএস নিমিৎজের অবসর: কেন এটি গুরুত্বপূর্ণ

    স্যামসাং টাইনি রিকার্সিভ মডেল

    স্যামসাংয়ের ক্ষুদ্র এআই মডেল: বড় প্রতিদ্বন্দ্বীদের সমান কার্যক্ষমতা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.