জুমবাংলা ডেস্ক : বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) যমুনা নদীর পাড়ে এই কর্মসূচি পালিত হয়।
যমুনা নদীর ভাঙনকবলিত ইছামারা-কামালপুর গ্রামের বাসিন্দারা যমুনা নদীর পাড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। গত আগস্ট মাসে নদী ভাঙনে এই এলাকায় প্রায় ৫ শতাধিক ঘরবাড়ি ও ৩ শতাধিক বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়।
যমুনা ভাঙন প্রতিরোধ কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান উল আলম বলেন, অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে আমাদের বাপ-দাদার ভিটাবাড়ি, আবাদি জমি নদীতে বিলিন হচ্ছে। আমরা সরকারের রিলিফ চাই না। বালু উত্তোলন বন্ধ করে জনপদ রক্ষায় সরকারের কাছে আবেদন জানাই।
জানা যায়, গত বছর বালু উত্তোলনের জন্য বোহাইল ইউনিয়নের কালিয়ান মৌজা ইজারা দেওয়া হয়েছিল। কিন্ত সেখান থেকে বালু উত্তোলন না করে ইছামারা-কামালপুর গ্রামের কাছে যমুনা নদীর মেইন চ্যানেল থেকে বালু উত্তোলন করা হয়। এ বছরও নলাপাড়া মৌজা ইজারা দেওয়া হয়। কিন্ত নদী তীরবর্তী গ্রাম এলাকা থেকে বালু উত্তোলন হচ্ছে।
কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ মাহবুবুল আলম বলেন, বালুমহাল ইজারা দিয়ে সরকারের ৩০ থেকে ৪০ লাখ টাকা রাজস্ব আয় হয়। কিন্তু নদী ভাঙনে মানুষের শত কোটি টাকার ক্ষতি হয়। গ্রাম তীরবর্তী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। অথচ প্রশাসনের কোনো তদারকি নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।