জুমবাংলা ডেস্ক: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে রবিবার ভোর রাতে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে আরও তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খবর ইউএনবি’র।
এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, ভোর সাড়ে ৪টার দিকে জুলুলী বিওপির টহল দল সীমান্ত পিলার ৫২/৩-আর থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার লেবুতলা মাঠ থেকে তাদের আটক করে। আটকদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
জিজ্ঞাসাবাদে আটকরা দাবি করেন, তারা বিভিন্ন সময়ে চিকিৎসা ও কাজের জন্য ভারতে গিয়েছিলেন।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক তিনজন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে শনিবার অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১২ জনকে আটক করেছিল বিজিবি।
বিজিবি জানিয়েছে, নভেম্বর মাসে ভারত থেকে বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ২৬০ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।