স্যামসাং তার পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন বাজারে ছাড়ার জন্য দিন গুনছে। তবে গ্যালাক্সি জেড ফ্লিপ ফোর এবং গ্যালাক্সি জেড ফোল্ড ফোর বাজারে ছাড়ার পর স্যামসাং কি পদক্ষেপ নিবে সেটা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে প্রযুক্তিবিদরা।
হয়তো স্যামসাং পরবর্তী বছরের জন্য যে ফোল্ডেবল স্মার্টফোন বের করবে তার কাজ শুরু করবে। তা না হলে এ বছরই হয়তো তৃতীয় ফোল্ডেবল ডিভাইস বাজারে আসতে পারে।
স্যামসাং তার প্রথম ফোল্ডেবল ট্যাবলেট বাজারে ছাড়বে যার নাম গ্যালাক্সি ট্যাব এস নাইন সিরিজ। তবে ইন্টারনেটে যতটুকু তথ্য ফাঁস হয়েছে সেখানে galaxy tab s9 সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না।
তবে পরবর্তী প্রজন্মের ফ্লিপ এবং ফোল্ডেবল সিরিজের স্মার্টফোন এবং গ্যালাক্সি ওয়াচ ডিভাইস সম্পর্কে সামান্য তথ্য পাওয়া যায়। ২০২৩ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে স্যামসাং এর প্রথম ফোল্ডেবল ট্যাবলেট বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।
স্যামসাং প্রায় এক যুগ ধরে তার ফোল্ডেবল ডিসপ্লের নানা প্রযুক্তি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। তাদের ফোল্ডেবল ডিভাইসের ডিসপ্লের জন্য সব দিক থেকে এগিয়ে থাকে এটা নিশ্চিত করতে চায় স্যামসাং।
স্যামসাং তার ডিসপ্লে টেকনোলজিকে এমনভাবে সাজিয়েছে যে তারা তাদের ডিভাইসের স্ক্রিনকে বড় রাখবে ও পুরো ডিসপ্লেকে কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টর এর মধ্যে নিয়ে আসবে। ফোল্ডেবল স্মার্টফোনে এই স্ক্রিনকে যেন স্বাচ্ছন্দে ভাঁজ করা যায় সেটি নিশ্চিত করবে স্যামসাং।
আগ্রহী ক্রেতারা ও প্রযুক্তিবিদরা আগস্টের ১০ তারিখের জন্য অপেক্ষা করছে। কেননা ঐদিন স্যামসাং এর সর্বশেষ দুটি ফোল্ডেবল স্মার্টফোন আনপ্যাক করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।