কারিনা কাপুর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তাঁর অভিনীত বিখ্যাত সব সিনেমার চরিত্রগুলো। ‘কাভি খুশি কাভি গম’–এর স্টাইলিশ ‘পু’, ‘যব উই মেট’–এর ‘গীত’ সত্যিই মনে গেঁথে থাকার মতো চরিত্র। দেখতে দেখতে অভিনয়জীবনের ২৫ বছরে পদার্পণ করেছেন বেবো। ক্যারিয়ারের এই বিশেষ সময়ের উদ্যাপনটাও তাই হতে চলেছে বিশেষভাবে।
সিলভার জুবিলি উপলক্ষে সিনেমা কোম্পানি পিভিআর আইনক্স আয়োজন করেছে ‘কারিনা কাপুর খান ফেস্টিভ্যাল’। কারিনা অভিনীত নির্বাচিত ও সেরা সিনেমাগুলো নিয়ে এই আয়োজন। অনুষ্ঠিত হবে ২০ থেকে ২৭ সেপ্টেম্বর। সম্প্রতি এর জন্য একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন তিনি। এখানেই ড্রপ ডেড গর্জিয়াস লুকে পাওয়া যায় তাঁকে। যাকে বলে চোখধাঁধানো লুকের ছবিগুলো বেবো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অনুরাগীদের জন্য, সেই সঙ্গে আনন্দের খবরটিও জানাতে ভোলেননি।
বিখ্যাত ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়ালের পোশাক বেছে নিয়েছেন কারিনা তাঁর এই বিশেষ দিনে। কালো ও সোনালি প্রি-ড্রেপড ভিনটেজ বেনারসির রাজকীয় আমেজ ধরা পড়েছে তাঁর লুকে। পুরো শাড়ির জমিনে কালো সুতা আর সোনালি জরির দৃষ্টিনন্দন কাজ মুগ্ধ করবেই। এই শাড়িকে প্লিটে নান্দনিকতায় দারুণ দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে গাউনের আমেজ।
প্লিট করা ড্রেপিংয়ে মুনশিয়ানার সঙ্গে অফ শোল্ডার নেকলাইন দিয়েছে বিশেষ মাত্রা। ওপরের অংশ দেখে মনে হবে রাজকীয় গাউন পরে আছেন কারিনা। নিচের অংশের পুরোটা জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে ফুলেল মোটিফ। আঁচল ফেলে রাখা হয়েছে ট্রেনের মতো করে। এই ফিউশন স্টাইলিং শাড়িকে না কেটেই করা হয়েছে। পোশাকের সঙ্গে কারিনা পরেছেন কালো গ্লাভস।
আউটফিটের সঙ্গে পরেছেন ম্যাচিং গোল্ড ফরমাল হিল আর মডার্ন জুয়েলারি। ন্যুড মেকআপে নজর কেড়েছে তাঁর আইকনিক কাজল আর কালো টিপের সাজ। সব মিলিয়ে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে এক অনন্য রূপ ফুটে উঠেছে তাঁর লুকে। ফ্যাশন হোক কিংবা অভিনয়, কারিনার তুলনা কারিনাই। এই লুকে সেটা আরও একবার প্রমাণ হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।