বিনোদন ডেস্ক: এখনের সময় সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি (south film industry)সবদিক থেকে এগিয়ে রয়েছে বলিউডের থেকে। সম্প্রতি যেই ভাবে দিন দিন সাউথ ফিল্মের (South film) ক্রেজ গোটা দেশের মানুষের উপর ছড়িয়ে পড়েছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির রাতের ঘুম উড়ে গেছে।
তার মধ্যে কিছু সময় ধরে একের পর এক সাউথ ফিল্ম (South film) মুক্তি পাচ্ছে আর সেগুলি প্রতিটি ব্লকবাস্টার প্রমাণিত হচ্ছে। আর বলিউড ফিল্ম গুলি পাত্তা পাচ্ছে না সাউথ ফিল্মের সামনে। এমনকি শুধু ফিল্মের দিক থেকে নয় সাউথ ফিল্মে ইন্ডাস্ট্রির (South film industry) অভিনেতা-অভিনেত্রীরাও বলিউড অভিনেতা-অভিনেত্রীদের সব দিক থেকে টেক্কা দিচ্ছে। বলা যেতে পারে অভিনয়, জনপ্রিয়তা ও সৌন্দর্য্যের দিক থেকে এখন এগিয়ে রয়েছে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরা।
বিশেষ করে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের (South actress) কথা যদি বলা হয় তারা যেমন অভিনয়ের দিক থেকে পারদর্শি তেমন রূপের দিক দিয়ে সবার প্রথমে স্থান অধিকার করে রেখেছে। তবে এই সাউথ অভিনেত্রীরা (South actress) যে শুধু অভিনয়, সৌন্দর্য্য ও স্টাইলের দিক থেকে পারদর্শী তা কিন্তু নয় এই অভিনেত্রী একজন দক্ষ ব্যবসায়ীও। আসুন এই আর্টিকেলের মাধ্যমে জেনে নেবো ৫ জন সাউথ অভিনেত্রীর বিষয় আলোচনা করবো যারা অভিনেত্রী হওয়ার সাথে সাথে দুর্দান্ত ব্যবসায়ী।
১) নয়নতারা: লেডি সুপারস্টার নামে জনপ্রিয় নয়নতারার ‘রাউডি পিকচার্স’ নামে একটি প্রোডাকশন হাউস রয়েছে। এর পাশাপাশি এই অভিনেত্রী একটি রেস্তোরাঁ ও কসমেটিক কোম্পানিরও মালিকও।
২) সামান্থা প্রভু: সামান্থার বিনিয়োগ প্রোফাইল বেশ বড়। তিনি সাকি নামে একটি পোশাকের ব্র্যান্ড চালান এবং বেশ কয়েকটি স্টার্টআপেও বিনিয়োগ করেছেন।
৩) তাপসী পান্নু: ইনি নিজের বন্ধু ও বোনদের সাথে মিলে ওয়েডিং প্ল্যানিংয়ের একটি কোম্পানি চালান। এই কোম্পানির নাম ‘দ্যা ওয়েডিং ফ্যাক্টরি।’
৪) শ্রীয়া স্মরণ: মুম্বাইতে শ্রিয়া শরণের নিজস্ব ওয়েলনেস সেন্টার এবং স্পা রয়েছে। কিছু প্রতিবন্ধী ব্যক্তি মিলে এই কোম্পানি গুলিকে চালনা করে।
৫) রকুল প্রীত সিং: রাকুল প্রীত সিংয়ের নিজের ফিটনেসের জন্য বিখ্যাত। রাকুল প্রীতের ‘এফ-৪৫ ফিটনেস হেলথ ক্লাব’ নামে একটি নিজস্ব জিমও রয়েছে।
৬) কাজল আগারওয়াল: কাজল আগরওয়াল তার বোনের সাথে ‘মারসালা’ নামে একটি জুয়েলারি ব্র্যান্ড শুরু করেছেন। চলচ্চিত্রের মতো ব্যবসায়ও সফল তিনি।
পার্টিতে অর্জুন-মালাইকার উদ্দাম নাচ, উত্তাল নেট দুনিয়া (ভিডিও)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।