ফের বিয়ে করলেন টালিউড অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ভারতের বারাণসীতে অনেকটা গোপনে দ্বিতীয় বিয়ে সেরেছেন তিনি। জানা গেছে, বেশ কিছুদিন আগেই দুইজন মন বদল করেছেন। এবার সাতপাকে বাঁধা পড়লেন।

হিরণের সদ্য বিবাহিত স্ত্রীর নাম ঋতিকা গিরি। পেশায় একজন মডেল। সোশ্যাল মিডিয়ায় ঋতিকার বায়ো অনুযায়ী, তিনি ২০২২ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এছাড়াও ২০১৯ সালে তিনি পূর্ব ভারতের বিউটি পেজেন্টে অংশ নেন এবং জয়ী হন।
এছাড়াও ঋতিকা ভারতের জাতীয় স্তরের যোগাতে গোল্ড মেডেলিস্ট। মডেলিংয়ের পাশাপাশি আইনজীবীও। হিরণের দ্বিতীয় স্ত্রী আধ্যাত্মিকতায় বিশ্বাসী এবং কৃষ্ণ-রাধার ভক্ত। সোশ্যাল মিডিয়ায় ঋতিকার অনুসারী সংখ্যাও নেহাত কম নয়।
এর আগে ২০০৬ সালে অনিন্দিতা ঘোষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হিরণ। বিয়ের আগে তাদের প্রায় চার বছর প্রেমের সম্পর্কে ছিল। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম নিয়াসা চট্টোপাধ্যায়। বিয়ের ১৬ বছরের মাথায় ২০২২ সালের তাদের বিচ্ছেদ হয়। যদিও বিচ্ছেদের খবরকে ‘অসত্য’ বলে দাবি করেছিলেন অভিনেতা হিরণ।
প্রসঙ্গত, ২০০৭ সালে ‘নবাব নন্দিনী’ সিনেমার মাধ্যমে টলিউডের অভিষেক হিরণ চট্টোপাধ্যায়ের। এরপর ‘ভালোবাসা ভালোবাসা’, ‘চিরসাথী’, ‘মাঝিকিনে’-এর মতো ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী হয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


