বিনোদন ডেস্ক : হিজাব বিতর্কে ভারতের কর্ণাটকে গ্রেপ্তার করা হয়েছে অভিনেতা চেতন কুমারকে। স্কুল-কলেজে মুসলিম কিশোরী এবং তরুণীদের হিজাব পরা বন্ধের বিরুদ্ধে আবেদনের শুনানি করছেন বিচারক কৃষ্ণ দীক্ষিত। তার আদালতে এই শুনানির সমালোচনা করে টুইট করেছিলেন অভিনেতা কৃষ্ণ। তিনি বিস্ময় প্রকাশ করেন, কেন এই বিচারককে এই বিষয়ে শুনানি করতে দেয়া হয়েছে।
কারণ, অতীতে ওই বিচারক ‘হতাশাজনক মন্তব্য’ (ডিস্টার্বিং কমেন্ট) করেছিলেন। এর আগে ২০২০ সালে একজন নারী ধ’র্ষণের অভিযোগ এনেছিলেন। তখন ওই নারীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারক কৃষ্ণ দীক্ষিত। তা নিয়ে ক্ষোভের সৃষ্টি হওয়ায় পরে বিচারকের ওই মন্তব্য মুছে ফেলা হয়। এমন মন্তব্যকে পশ্চাৎমুখিতা বলে বর্ণনা করা হয়। ওদিকে চেতন কুমারকে গ্রেপ্তারে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশের উদ্দেশ্য নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।
চেতন কুমার একজন ফুলব্রাইট স্কলার এবং মার্কিন নাগরিক। একই সঙ্গে তিনি দলিত শ্রেণির একজন অধিকারকর্মী। তিনি কর্ণাটকে ডানপন্থি বিরোধী বেশ কিছু প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছেন। চেতন কুমার লিখেছেন, একটি ধ’র্ষণ মামলায় বিচারক কৃষ্ণ দীক্ষিত এমন হতাশাজনক মন্তব্য করেছেন। এখন সেই একই বিচারক সিদ্ধান্ত দিচ্ছেন সরকারি স্কুলে হিজাব পরা গ্রহণযোগ্য হবে কি না। এক্ষেত্রে তার কি স্বচ্ছতা আছে?
এ টুইটের পর ব্যাঙ্গালোরের পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। বলেছে, এর মাধ্যমে তিনি একটি শ্রেণি বা সম্প্রদায়েকে অপরাধ সংগঠনে উস্কানি দিচ্ছেন। শান্তি লঙ্ঘনে প্ররোচণা দেয়ার উদ্দেশেই এ কাজ করা হয়েছে। অভিনেতা চেতনকে আদালতে একজন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে কখন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময় বা তারিখ ঘোষণা করেনি। ওদিকে ফেসবুক লাইভে চেতনের স্ত্রী মেঘনা বলেছেন, বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন চেতন। তার গ্রেপ্তার সম্পর্কে কেউই আমাদের জানায়নি। তার ফোন বন্ধ। আমাদের দেহরক্ষীর ফোনও বন্ধ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।