ফিলিস্তিনি চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা মোহাম্মদ বকরী আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (২৪ ডিসেম্বর) ৭২ বছর বয়সে তার মৃত্যু হয়। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার পরিবার। এদিনই উত্তর ইসরায়েলের তার জন্মস্থান বি’নেহতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।সিএননের প্রতিবেদনে জানা যায়, মোহাম্মদ বকরীর ছেলে, জনপ্রিয় অভিনেতা সালেহ বকরী ইনস্টাগ্রামে দেয়া এক বার্তায় লেখেন, গভীর শোক ও দুঃখের সঙ্গে আমাদের প্রিয় পিতা, অভিনেতা মোহাম্মদ বকরীর মৃত্যুর সংবাদ জানাচ্ছি।

মোহাম্মদ বকরীর মৃত্যুর খবরে ফিলিস্তিনি ও আন্তর্জাতিক সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আশির দশকে ইসরায়েলে একজন ফিলিস্তিনি শিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করেন মোহাম্মদ বকরী। ভাষা ও সীমান্তের গণ্ডি পেরিয়ে তিনি ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয় থিয়েটার ও চলচ্চিত্রে সমানভাবে কাজ করেছেন। আরবি ও হিব্রু দুই ভাষাতেই ছিল তার সাবলীল উপস্থিতি।
গ্রিক-ফরাসি একাডেমি অ্যাওয়ার্ডজয়ী নির্মাতা কোস্টা-গাভ্রাসের নির্দেশনায় নির্মিত চলচ্চিত্র ‘হানাকে’ দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু। এরপর একের পর এক গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। এর মধ্যে ১৯৮৪ সালে মুক্তি পাওয়া ইসরায়েলি চলচ্চিত্র ‘বিয়ন্ড দ্য ওয়ালস’ বিশেষভাবে উল্লেখযোগ্য। উরি বারবাশ পরিচালিত ছবিটি একাডেমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পায়।
অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন মোহাম্মদ বকরী। ২০০২ সালে নির্মিত তাঁর তথ্যচিত্র ‘জেনিন’ দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের বাস্তব চিত্র তুলে ধরে। অপারেশন ডিফেন্সিভ শিল্ড চলাকালে ধ্বংসযজ্ঞ ও বেসামরিক হতাহতের অভিযোগ উঠে আসে এই তথ্যচিত্রে।
তবে এই কাজ তাকে নিয়ে আসে তীব্র বিতর্কের কেন্দ্রে। ইসরায়েলে চলচ্চিত্রটি প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দীর্ঘদিন আইনি লড়াই চালান বকরী। শেষ পর্যন্ত ২০২২ সালে ইসরায়েলের সর্বোচ্চ আদালত তার আপিল খারিজ করে দেয়। শিল্প, প্রতিবাদ ও মানবিকতার মেলবন্ধনে গড়া মোহাম্মদ বকরীর জীবন ছিল সংগ্রাম ও সাহসের প্রতীক। তার মৃত্যুতে ফিলিস্তিনি সংস্কৃতি হারাল এক দৃঢ় কণ্ঠস্বর, যিনি শিল্পের মাধ্যমে ইতিহাস ও বাস্তবতাকে তুলে ধরতে কখনো আপস করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



